পানি চাইসিল আমার ছেলেটা, ওরা দিল না
চট্টগ্রামের ফটিকছড়িতে ‘চোর’ অপবাদ দিয়ে রিহান (১৫) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ছেলের স্যান্ডেল বুকে জড়িয়ে আহাজারি করছেন মা খাদিজা আকতার। তিনি বলছিলেন, ‘আমার বুকের ধন, ছেলেটা শেষ মুহূর্তে একটু পানি চাইসিল। তা–ও দিতে দেয় নাই তারা। আমর সামনে পিটাই পিটাই ছেলেরে মারসে।’ এ ঘটনায় রিহানের মা খাদিজা মামলা করেছেন। পুলিশ ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে।