ইভিএমের নির্বাচনের ফল জনগণ বিশ্বাস করে না: ফয়জুল করীম

ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর কমিটির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। বুধবার নগরের নগরের টাউন হল চত্বরে
ছবি: প্রথম আলো

ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ইভিএমের মাধ্যমে কথিত নির্বাচনের ফলাফলে দেশের জনগণ বিশ্বাস করে না। নির্বাচন কমিশনের ওপরও মানুষের আস্থা নেই। এমতাবস্থায় দেশের নির্বাচনী ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। এটা না করলে আওয়ামী লীগের অধীনে প্রহসনের নির্বাচন দেশের জনগণ আর মেনে নেবে না।

আজ বুধবার বিকেলে ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর কমিটির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরের টাউন হল চত্বরে এ সম্মেলনের আয়োজন করা হয়।

‘দেশের সর্বত্র অরাজকতা বিরাজ করছে’ উল্লেখ করে ফয়জুল করীম বলেন, দেশের এমন কোনো স্তর নেই যেখানে দুর্নীতি চরমভাবে গ্রাস করেনি। দুর্নীতিবাজেরা আঙুল ফুলে বটগাছ বনে যাচ্ছে। সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের সহায়তায় ঋণের নামে ব্যাংকগুলো থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। কিন্তু সরকার নির্লিপ্ত। দুর্নীতি দমন কমিশন এখন নখদন্তহীন কমিশনে পরিণত হয়েছে। মানুষের বাক্‌স্বাধীনতা নেই। সাধারণ মানুষ সত্য কথা বলতে ভয় পাচ্ছে। গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দেশের মানুষ আজ দিশেহারা।

ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের সভাপতি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং তানভীর আহমেদের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম। এতে আরও বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় দাওয়াহবিষয়ক উপদেষ্টা মাওলানা ওবায়দুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক সৈয়দ নাছির আহমাদ, যুগ্ম সম্পাদক আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ শাহাদাৎ হোসাইন, সহসাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন প্রমুখ।