স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হুমকির অভিযোগে শ্রীপুর পৌর মেয়রকে তলব

গাজীপুরের শ্রীপুর পৌরসভার দারোগারচালা এলাকায় মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন মেয়র আনিছুর রহমান
ছবি: ভিডিও থেকে নেওয়অ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ (শ্রীপুর ও গাজীপুর সদরের আংশিক) আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শ্রীপুর পৌরসভার মেয়র মো. আনিছুর রহমানকে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার মধ্যে তাঁকে সশরীর উপস্থিত হয়ে নির্বাচন অনুসন্ধান কমিটির কাছে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান ও গাজীপুরের সিনিয়র সহকারী জজ মো. জাকির হোসেন প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন। মো. আনিছুর রহমান এই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রুমানা আলীর ঘনিষ্ঠ সমর্থক হিসেবে প্রচারণা চালাচ্ছেন। মনোনয়ন পাওয়ার পর থেকে তিনি নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে রুমানা আলীর পক্ষে মতবিনিময় সভা করছেন।

নির্বাচন অনুসন্ধান কমিটির সূত্র জানায়, সম্প্রতি ওই নির্বাচনী এলাকায় একটি সভায় মেয়র মো. আনিছুর রহমান স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ ইকবাল হোসেনের সমর্থকদের হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। তাই তাঁকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে তলব করা হয়েছে।

স্থানীয় কয়েকটি সূত্র জানায়, গত সোমবার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দারোগারচালা এলাকায় একটি মতবিনিময় সভায় বক্তব্য দেন মেয়র আনিছুর রহমান। ওই বক্তব্যের একটি ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘আমি ৯ তারিখ পর্যন্ত সময় দিলাম। এর মধ্যে যদি আপনারা নৌকার ভোট না চান, ভবিষ্যতে আপনারা কোথায় যাবেন, তা নির্ধারণ করে ফেলেন। কারণ, যাঁরা মাটির সাথে বেঈমানী করেন, তাঁদের এই মাটিতে থাকার অধিকার নাই। পৌরসভার ৭০ হাজার ভোট। তার মধ্যে আমি শতভাগ ভোট নৌকার মধ্যে চাই।’

এ প্রসঙ্গে বক্তব্য জানতে মেয়র মো. আনিছুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।