চিৎকার শুনে গিয়ে দেখেন ধানখেতে পড়ে আছে বোনের লাশ

এই ধানখেতে এক নারীর রক্তাক্ত ও ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের নান্দাইল পৌর সদর এলাকায়ছবি: প্রথম আলো

ময়মনসিংহের নান্দাইল পৌর সদর এলাকায় চিৎকার শুনে ছোট ভাই এগিয়ে গিয়ে দেখেন ধানখেতে পড়ে আছে বড় বোনের লাশ। পরে গতকাল বুধবার গভীর রাতে ওই নারীর (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্বজনেরা বলছেন, ওই নারীকে কুপিয়ে হত্যা করে লাশ ধানখেতে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

নিহত ওই নারী স্থানীয় করাতকল থেকে কাঠের গুঁড়া সংগ্রহ করে বস্তায় ভরে বাসায় বাসায় বিক্রি করে জীবিকা-নির্বাহ করতেন। তাঁর দুই ছেলে ও দুই মেয়ে। তাঁর স্বামী অটোরিকশার চালক।

নিহত নারীর ছোট ভাই বলেন, তাঁর বোন দিনের কাজ শেষ করে গতকাল রাতে বাড়িতে ফিরছিলেন। রাস্তায় দুর্বৃত্তরা আগে থেকে ওত পেতে থেকে তাঁর বোনের ওপর হামলা চালায়। বোনের গলায় ও সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাত আছে।

পরিবার ও স্বজনেরা বলেন, গতকাল রাত ৯টার দিকে ওই নারী বাড়ি না ফেরার সংবাদ পেয়ে তাঁর ছোট ভাই বোনের খোঁজে নান্দাইল-দেওয়ানগঞ্জ বাইপাস সড়কের ওপর গিয়ে দাঁড়ান। সড়কের পশ্চিম দিক থেকে চিৎকার শুনতে পেয়ে সেখানে গিয়ে দেখতে পান, তাঁর বোনের নিথর দেহ ধানখেতে পড়ে আছে। তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল করে বিষয়টি জানান। নান্দাইল মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল মজিদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় নিহত নারীর পরিবারের পক্ষ থেকে আজ সকালে হত্যা মামলা করা হয়েছে। পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে।

এ ঘটনার ছায়া তদন্ত শুরু করেছেন বলে জানিয়েছেন ময়মনসিংহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মোস্তফা কামাল খান।