কবি জীবনানন্দের শহরে কৃতী শিক্ষার্থীদের উৎসব

সংবর্ধনা অনুষ্ঠানে এসে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। আজ বরিশাল নগরের ঐতিহ্যবাহী ব্রজমোহন (বিএম) স্কুলের মাঠে
ছবি: প্রথম আলো

‘মনু, তোমরা জিপিএ-৫ পাইছো?’ শিখোর প্রধান পরিচালনা কর্মকর্তা (সিওও) বরিশালের সন্তান জিশান জাকারিয়া মঞ্চে উঠে এমন প্রশ্ন করতেই কৃতী শিক্ষার্থীরা হাত উঁচিয়ে সমস্বরে চিৎকার করে বলে, ‘হয়, মোরা পাইছি।’ আজ শুক্রবার সকালে বরিশালে শিখো-প্রথম আলো আয়োজিত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এমন কথোপকথন হয়।

সকালে শীতের আমেজ ছিল জীবনানন্দ দাশের জন্ম শহর বরিশালের প্রকৃতিতে। সূর্য উঠলেও ভালো করে তখনো কুয়াশা কাটেনি। সকাল থেকেই নগরের পশ্চিম প্রান্তের ঐতিহ্যবাহী ব্রজমোহন (বিএম) স্কুলের বিশাল মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান হাজারো কৃতী শিক্ষার্থীর উপস্থিতিতে আনন্দময় হয়ে ওঠে। উৎসবে মেতেছে শিক্ষার্থীরা।

সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠানের উদ্বোধন হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীরা সকাল ৭টায় অনুষ্ঠানস্থলে সমবেত হয়। শিক্ষার্থীদের সঙ্গে আসেন অভিভাবকেরাও। নির্দিষ্ট বুথের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সনদ, ক্রেস্ট ও স্ন্যাক্স বক্স সংগ্রহ করে শিক্ষার্থীরা। পরে সকালের মিষ্টি রোদে কেউ আনন্দ করছিল, কেউ দিচ্ছিল আড্ডা, কেউবা তুলছিল সেলফি। সকাল সাড়ে ১০টার দিকে শুরু হয় জাতীয় সংগীত। অতিথি ও শিক্ষার্থীরা সবাই দাঁড়িয়ে এতে গলা মেলায়।

কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি ও শিক্ষার্থীরা। আজ বরিশাল নগরের ঐতিহ্যবাহী ব্রজমোহন (বিএম) স্কুলের মাঠে
ছবি: সাইয়ান

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তৃতা করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ও বরিশাল মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবুদল মোতালেব হাওলাদার, বরিশালের বিশিষ্ট শিক্ষাবিদ সচেতন নাগরিক কমিটির জেলা সভাপতি অধ্যাপক শাহ সাজেদা, বরিশাল শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক লিয়াকত হোসেন, প্রথম আলোর হেড অব কালচারাল প্রোগ্রাম কবির বকুল, শিখোর প্রধান নির্বাহী সিজান জাকারিয়া। অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য দেন বরিশালে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক এম জসীম উদ্দীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বন্ধুসভার সাধারণ সম্পাদক নাঈম ইসলাম। এ অনুষ্ঠানে চিকিৎসা সহায়তা দিয়েছে জনজম আইএসটি ও বরিশালের ম্যাটস অ্যান্ড নার্সিং কলেজ।

অনুষ্ঠানে আবদুল মোতালেব বলেন, তোমরা জীবনের প্রথম একটি বড় পরীক্ষায় কৃতিত্ব অর্জন করেছ। তোমাদের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। বড় হয়ে দুর্নীতিমুক্ত হয়ে দায়িত্ব পালন করতে হবে। মনে রাখবে, দুর্নীতিবাজদের কেউ সম্মান করে না।

সংবর্ধনা অনুষ্ঠানে এসে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। আজ বরিশাল নগরের ঐতিহ্যবাহী ব্রজমোহন (বিএম) স্কুলের মাঠে
ছবি: প্রথম আলো

অধ্যাপক শাহ সাজেদা বলেন, তোমাদের এখানেই থামলে চলবে না। সামনে আরও বড় চ্যালেঞ্জ, বড় পরীক্ষা সেখানেও সফল হতে হবে। তোমরাই দেশের ভবিষ্যৎ। তোমাদের শক্তির ওপর ভর করেই বাংলাদেশ এগিয়ে যাবে। তোমরা নিজেদের ভালোভাবে গড়ে তুলতে পারলেই বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে।

লিয়াকত হোসেন বলেন, তোমরা যখন যা কিছুই করবে মন দিয়ে করবে, ভালোবেসে করবে। ভবিষ্যতে তোমরা অনেক বড় হবে।

কবির বকুল বলেন, প্রথম আলো সর্বাগ্রে লাল-সবুজের জয় দেখতে চায়। বাংলাদেশের জয় দেখতে চায়। তাই তোমাদের বাংলাদেশের জয়ের জন্য কাজ করতে হবে, ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখতে অধ্যবসায়ী হতে হবে। মাদক, মুখস্থ করা ও দুর্নীতিকে ‌না বলতে হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে এসে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা
ছবি: প্রথম আলো

অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল ঢাকার কানাডিয়ান স্কুলের শিক্ষক কানাডার নাগরিক এমিলির ‘বিট বক্সিং’(হিপহপ সংগীতের একটি ধারা) পরিবেশনা, যা সবাইকে মুগ্ধ করে। অনুষ্ঠানের ফাঁকে চলে নৃত্য। নৃত্য পরিবেশন করেন বরিশাল বন্ধুসভার সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান ও তাঁর দল। শেষে ব্যান্ড সংগীত পরিবেশন করেন মিথুন রায় এবং তাঁর দল। জনপ্রিয় সব গানের মূর্ছনায় উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষার্থীরা।

প্রথম আলো আয়োজিত ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’-এর পৃষ্ঠপোষকতায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের নিয়ে সারা দেশে সংবর্ধনা অনুষ্ঠান হচ্ছে। এ অনুষ্ঠানে সহযোগিতা করেছে ফ্রেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।

সংবর্ধনা অনুষ্ঠানে সেলফি তোলেন শিখোর প্রধান নির্বাহী জিসান জাকারিয়া। আজ বরিশাল নগরের ঐতিহ্যবাহী ব্রজমোহন (বিএম) স্কুলের মাঠে
ছবি: সাইয়ান