তরমুজ কিনতে গিয়ে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে

মারধর
প্রতীকী ছবি

তরমুজ কেনা নিয়ে গাজীপুরের শ্রীপুরে এক ফল ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদলের সাবেক এক নেতার বিরুদ্ধে। আজ বুধবার দুপুরে এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার সাতখামাইর বাজারে এ ঘটনা ঘটে।

মারধরে শিকার ওই ফল ব্যবসায়ীর নাম এনামুল হক মুন্সি। সাতখামাইর বাজারে দীর্ঘদিন ধরে বিভিন্ন ফলের ব্যবসা করে আসছেন তিনি। অভিযুক্ত ছাত্রদলের সাবেক নেতার নাম রমিজ উদ্দিন (২৮)। তিনি সাতখামাইর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক কমিটির সহসাধারণ সম্পাদক ছিলেন রমিজ।
থানায় করা অভিযোগ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রমিজ উদ্দিন ও তাঁর কয়েক সঙ্গী এনামুলের ফলের দোকানে এসে তরমুজ নিতে চান। এ সময় দরদাম করে টাকা ছাড়া তরমুজ নিতে চাইলে তাতে রাজি হননি ফল ব্যবসায়ী। এ নিয়ে তাঁদের মধ্যে তর্ক হয়। একপর্যায়ে ওই ব্যবসায়ীকে মারধর করেন রমিজ ও তাঁর লোকজন। এ সময় আশপাশের অন্যরা এগিয়ে এলে রমিজ পালিয়ে যান। পরে এ ঘটনা জানতে পেরে বাজারের ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানান।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত নেতা রমিজ উদ্দিন। মুঠোফোনে তিনি বলেন, তাঁর বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যা। তিনি মারধর করেননি; বরং গ্রাম্য রাজনীতির শিকার হয়েছেন। রমিজের দাবি, মেপে মেপে উচ্চ দামে তরমুজ বেচার কারণ জানতে চাইলে ফল ব্যবসায়ী ক্ষিপ্ত হয়ে তাঁকে উল্টো মারধর করেছেন। এরপর তাঁর (রমিজের) লোকজন ফল ব্যবসায়ীর ওপর চড়াও হন।

সাতখামাইর বাজার কমিটির সভাপতি রাসেল আকন্দ বলেন, ছাত্রদলের সাবেক নেতা রমিজ উদ্দিন ও তাঁর লোকজন বাজারের ফল ব্যবসায়ী এনামুলকে মারধর করেছেন। এ নিয়ে বাজারের অন্য ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ করছেন। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন মন্ডল বলেন, ফল ব্যবসায়ীকে মারধরের একটি অভিযোগ তিনি পেয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।