নাজিরপুরে ছাত্রলীগ নেতার রগ কেটে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

গ্রেপ্তারপ্রতীকী ছবি

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় রাজু শেখ (২৫) নামের এক ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাত ও ডান হাতের রগ কেটে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার ওই ছাত্রলীগ নেতার বাবা সিদ্দিকুর রহমান শেখ বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার এজাহারভুক্ত আসামি লুৎফর রহমান শেখকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার প্রথম আলোকে বলেন, ওই ঘটনায় থানায় মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এর আগে গতকাল বুধবার বিকেলে উপজেলার রামনগর গ্রামে রাজু শেখের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় তাঁর ডান হাতের রগ কেটে দেওয়া হয় এবং কোমরে ছুরিকাঘাত করা হয়। রাজু শেখ উপজেলার রামনগর গ্রামের সিদ্দিকুর রহমান শেখের ছেলে। তিনি সেখমাটিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক।

পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বিকেলে রাজু শেখ স্থানীয় বাজার থেকে বাড়িতে ফেরার পথে একই এলাকার হাফিজ শেখের নেতৃত্বে হামলা হয়। এ সময় রাজু শেখের কোমরে ছুরিকাঘাত ও ডান হাতের রগ কেটে দেওয়া হয়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মুনিয়া জামান বলেন, রাজু শেখের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজুর বাবা সিদ্দিকুর রহমান শেখ প্রথম আলোকে বলেন, ‘পূর্বশত্রুতার জেরে হাফিজ শেখের নেতৃত্বে আমার ছেলের ওপর হামলা করা হয়। ছুরি দিয়ে কোমরে ও হাতে জখম করা হয়।’ ঘটনার পর হাফিজ শেখ পলাতক। অভিযোগের বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।