পটিয়ায় ছাত্র–জনতার মিছিলে হামলার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সহসভাপতি রবিউল হাসান ওরফে ইবলুকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিউল ছাত্র–জনতার মিছিলে হামলা মামলার পলাতক আসামি।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুর নুর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে পটিয়া সরকারি কলেজ–সংলগ্ন পটিয়া-আনোয়ারা সড়ক থেকে রবিউল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি বলেন, রবিউল নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সহসভাপতি। গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলা ও গুলিবর্ষণের ঘটনার মামলার অন্যতম আসামি ছিলেন তিনি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।