প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের বরাত দিয়ে বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক হোসেন বলেন, স্কুল ছুটির পর চাচা ফজলুল হকের মোটরসাইকেলে করে সুমাইয়া আক্তার বাড়িতে ফিরছিল। এ সময় তাদের সঙ্গে সুমাইয়ার ছোট ভাই মুত্তাকিনও ছিল। পথে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের মান্দুলপাড়া এলাকায় একটি কাভার্ড ভ্যান ওই মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে তিনজনই ছিটকে পড়লে ঘটনাস্থলেই সুমাইয়া মারা যায়।
পরে গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলের চালক ফজলুল হক ও মুত্তাকিনকে স্থানীয় লোকজন উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে ফজলুল হকের অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাইদ চৌধুরী বলেন, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটিকে জব্দ করা হয়েছে। তবে কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছেন।