২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

সোনাগাজীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বজ্রপাতে মৃত্যুপ্রতীকী ছবি

ফেনীর সোনাগাজীতে মাঠে কাজ করার সময় বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন। একই দিন পৃথক আরেক ঘটনায় আহত হন এক রাখাল। গতকাল শনিবার সন্ধ্যার দিকে উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের পূর্ব বড়ধলি ও দক্ষিণ চর দরবেশ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম আবুল হোসেন (৫০)। তিনি উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের দক্ষিণ চর চান্দিয়া এলাকার রুস্তম আলীর ছেলে ও চার সন্তানের জনক ছিলেন। তিনি পেশায় কৃষক।

নিহত ব্যক্তির ছেলে সামছুদ্দিন বলেন, গতকাল শনিবার সকাল থেকে দিনভর থেমে থেমে বজ্রসহ বৃষ্টি হয়েছে। এর মধ্যে তাঁর বাবা আবুল হোসেন জমিতে কাজ করতে যান। দুপুরে কাজ সেরে বাড়িতে এসে গোসল করে ভাত খেয়ে আবারও জমিতে কাজ করতে যান। সন্ধ্যার দিকে জমিতে কাজ শেষ করে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এ সময় হঠাৎ বজ্রপাত হয়। এতে তাঁর শরীর ঝলসে যায়। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় পল্লি চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে তাঁরা লাশ বাড়িতে নিয়ে যান। রাতেই জানাজা শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করেন।

একই দিন বিকেলে উপজেলার দক্ষিণ–পূর্ব চর দরবেশ এলাকায় মাঠে মহিষ ও গরুকে ঘাস খাওয়াতে গিয়ে বজ্রপাতে মো. শরীফ (১৮) নামের এক রাখাল আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মো. সাদেকুল করিম প্রথম আলোকে বলেন, শনিবার সন্ধ্যায় কয়েকজন লোক বজ্রপাতে আহত এক কিশোরকে হাসপাতালে নিয়ে আসেন। তাঁর শরীরের বিভিন্ন স্থান পুড়ে গেছে। হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।