নিখোঁজ নারীর বস্তাবন্দী লাশ পড়ে ছিল কবরস্থানে

রাজশাহী জেলার মানচিত্র

রাজশাহীর পুঠিয়া উপজেলা থেকে শুক্রবার দুপুরে এক নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত থেকে ওই নারী নিখোঁজ ছিলেন। শুক্রবার বিকেলে বাড়ির পাশের একটি কবরস্থানে তাঁর বস্তাবন্দী লাশ পাওয়া যায়।

নিহত নারীর নাম বেদেনা বেওয়া (৫৭)। তাঁর বাড়ি উপজেলার থান্দাপাড়া গ্রামে। স্বামীর নাম মোজাহার আলী। মোজাহার প্রায় ৩৩ বছর আগে মারা গেছেন। বেদেনা দুই সন্তানের জননী ছিলেন।

বেদেনা বেওয়ার ছেলে রিপন আলী জানান, তিনি সিএনজিচালিত অটোরিকশা চালান। মাকে নিয়ে থান্দারপাড়ায় থাকেন। গত মঙ্গলবার বাইরে থেকে বাসায় এসে জানতে পারেন, তাঁর মা বাড়ি থেকে একটু দূরে বানেশ্বর বাজারে গেছেন। বাজার থেকে তাঁর ভাগনেকে আনতে যাওয়ার কথা বলে যান। পরে ভাগনে একাই বাড়িতে এসেছে, কিন্তু মা ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করে মাকে না পেয়ে গত বৃহস্পতিবার পুঠিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

রিপন আরও বলেন, যে গোরস্তানে মায়ের লাশ পাওয়া গেছে, সেটি তাঁর বাসার একদম পাশেই। বৃহস্পতিবার ঈদের নামাজ শেষে কবরস্থানে অনেকে কবর জিয়ারত করতে গেছেন। কিন্তু তখন সেখানে কোনো লাশ ছিল না। শুক্রবার দুপুরের পর গন্ধ পেয়ে স্থানীয় লোকজন সেখানে গিয়ে বস্তাবন্দী লাশ দেখতে পান। থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। তাঁরা গিয়ে মায়ের লাশ শনাক্ত করেছেন।

এ ব্যাপারে কথা বলার জন্য একাধিকবার ফোন করা হলেও পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফোন ধরেননি। তবে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম জানান, বস্তাবন্দী লাশ উদ্ধারের ব্যাপারে বিস্তারিত তাঁরা এখনো জানতে পারেননি। তদন্ত চলছে। পরে বিস্তারিত জানাতে পারবেন।