শরীয়তপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল ভোটকেন্দ্রের ১০টি বেঞ্চ
শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের চরমোহন সুরেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ভোটকেন্দ্রটির ১০টি বেঞ্চ পুড়ে গেছে। গতকাল শুক্রবার গভীরে রাতে এ ঘটনা ঘটে।
ঘড়িসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রব খান প্রথম আলোকে বলেন, ভোররাত চারটার দিকে বিদ্যালয়ে আগুন ধরার খবর পেয়ে ছুটে যান। স্থানীয় লোকজনই পানি দিয়ে আগুন নেভান। কারা আগুন লাগিয়েছে তা বোঝা যাচ্ছে না। তবে এ ঘটনায় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
চরমোহন সুরেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমাদের বিদ্যালয়ে পাঁচটি কক্ষে ১০টি বুথে ভোট গ্রহণ করা হবে। আমি সেভাবে বুথগুলো প্রস্তুত করে রেখেছিলাম। এর মধ্যে একটি কক্ষে আগুন দেওয়া হয়েছে। আগুনে কক্ষটির ১০টি বেঞ্চ পুড়ে গেছে।’
বিদ্যালয়টি পরিদর্শন করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর বৈদ্য। তিনি জানান, ভোট গ্রহণের জন্য আবার ভোটকেন্দ্রটি প্রস্তুত করা হয়েছে। সেই সঙ্গে ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তাব্যবস্থা বাড়ানো হয়েছে।
শরীয়তপুরের পুলিশ সুপার মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, প্রতিটি ভোটকেন্দ্র রাতে পাহারা দেওয়ার জন্য গ্রাম–পুলিশের সদস্য নিয়োগ দিয়েছিলেন রিটার্নিং কর্মকর্তা। ওই কেন্দ্রে গতকাল রাতে কেন কেউ ছিলেন না, তা খতিয়ে দেখা হবে। আর গতকাল রাতে পুলিশ বিভিন্ন সড়ক ও ভোটকেন্দ্রের আশপাশে টহল দিচ্ছিল। নাশকতার উদ্দেশ্যে কোনো পক্ষ ভোটকেন্দ্রে আগুন দিয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।