হাওরে শখ করে মাছ ধরতে গিয়ে নিখোঁজ পল্লী বিদ্যুৎ কর্মকর্তার সন্ধান এখনো মেলেনি

পল্লী বিদ্যুৎ কর্মকর্তা মো. হোসাইন হিমেল
ছবি: সংগৃহীত

শখের বশে হাওরে মাছ ধরতে গিয়ে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা পল্লী বিদ্যুৎ কর্মকর্তা মো. হোসাইন হিমেল (২৯) পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অল ওয়েদার সড়কের দ্বিতীয় সেতুর কাছে জাল ‍দিয়ে মাছ ধরতে গিয়ে তিনি প্রবল স্রোতে তলিয়ে যান। নিখোঁজ হোসাইন হিমেল নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের চরহাসান গ্রামের বাসিন্দা।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত হোসাইন হিমেলের খোঁজ মেলেনি। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. আবুজার গিফারী প্রথম আলোকে বলেন, গতকাল রাত থেকে উদ্ধার অভিযান চলছে। আজ সকাল থেকে নতুন করে ঘটনাস্থল ও আশপাশে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

হোসাইন হিমেল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে যোগ দিয়েছেন পল্লী বিদ্যুতে। তিনি কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মিঠামইন জোনাল অফিসের সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর (এইসি) হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে হোসাইন হিমেল ঝাঁকি জাল দিয়ে মাছ ধরার জন্য অল ওয়েদার সড়কের দ্বিতীয় সেতুর কাছে যান। সেখানে জাল ফেলতে গিয়ে তিনি পানিতে পড়ে নিখোঁজ হন। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি।