আত্রাইয়ে স্বামী–স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ঝুলন্ত লাশ
প্রতীকী ছবি

নওগাঁর আত্রাই উপজেলার বিশা ইউনিয়নে শোবার ঘর থেকে স্বামী ও স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার সুদরানা গ্রামের সাইফুল ইসলাম সরদারের বাড়ি থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার সুদরানা গ্রামের সাইফুল ইসলামের ছেলে মাসুম আলী সরদার (২১) ও তাঁর স্ত্রী লিমা খাতুন (১৯)। লিমা খাতুন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের আশকর আলীর মেয়ে। দুই মাস আগে ওই দম্পতির বিয়ে হয়।

স্বজনদের বরাত দিয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারেকুর রহমান বলেন, মাসুম ও তাঁর স্ত্রী লিমা প্রতিদিনের মতো গতকাল মঙ্গলবার রাতে খাবার খেয়ে নিজেদের শোবার ঘরে ঘুমাতে যান। আজ সকালে অনেক বেলা হলেও ঘরের দরজা না খোলায় পরিবারের লোকজন ও প্রতিবেশীরা গিয়ে দরজা খুলে তাঁদের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্বজনেরা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে আত্রাই থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দম্পতির লাশ উদ্ধার করে।

ওসি তারেকুর রহমান আরও বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাঁদের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে স্বজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।