সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে নারীর যাবজ্জীবন কারাদণ্ড

আদালত
প্রতীকী ছবি

সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে নিলা ওরফে কনা (২৯) নামের এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত নিলা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বড়বাগডাঙ্গা গিধনীপাড়া গ্রামের মজিবুরের মেয়ে। জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবদুর রহমান সন্ধ্যায় রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার রাজশাহী-ঢাকা মহাসড়কে ২০১৮ সালের ৩ আগস্ট রাতে তল্লাশিচৌকি বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় র‍্যাব। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী ‘ন্যাশনাল ট্রাভেলস’ বাসে তল্লাশির সময় বাসের যাত্রী নিলার ভ্যানিটি ব্যাগ থেকে ১৪৮ গ্রাম হেরোইন জব্দ করে তাঁকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এরপর র‍্যাবের কর্মকর্তা ইউনুছ আলী বাদী হয়ে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। মামলায় আটজনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ আদালত নিলাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।