চকরিয়ার যুবলীগ নেতা বেলালের দাবি, অস্ত্রধারী ব্যক্তি তিনি নন
কক্সবাজারের চকরিয়ার যুবলীগ নেতা বেলাল উদ্দিন দাবি করেছেন, পত্রিকায় অস্ত্রধারীর যে ছবি প্রকাশিত হয়েছে, সেই ছবির ব্যক্তি তিনি নন। সংঘর্ষের ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় চকরিয়া উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি বেলাল উদ্দিন এই দাবি করেন। ‘গায়েবানা জানাজা কেন্দ্র করে বিনা উসকানিতে প্রশাসনের ওপর বিএনপি-জামায়াতের হামলা, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে’ এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বেলাল উদ্দিন বলেন, ‘আমি নিরাপত্তার জন্য আজকে জিডি করব। যাঁরা আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করেছেন, তাঁদের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা করব। ছবির ব্যক্তি আমি, সেটি প্রমাণ করতে পারলে পাঁচ লাখ টাকা পুরস্কার দেব।’
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, স্থানীয় সংসদ সদস্য জাফর আলমের ছেলে তানভির আহমেদ ছিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছা।
পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম বলেন, ‘বিভিন্ন পত্রিকা ও টিভি চ্যানেলে আওয়ামী লীগ ও যুবলীগকে কেন্দ্র করে একটি মিথ্যা বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করে আওয়ামী লীগ ও যুবলীগের মান ক্ষুণ্ন করা হয়েছে। সাংবাদিকদের মিথ্যা তথ্য সরবরাহকারী এবং জামায়াত-বিএনপির তাণ্ডবের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।’
সংসদ সদস্য জাফর আলমের ছেলে তানভির আহমেদ ছিদ্দিকী পত্রিকায় প্রকাশিত অস্ত্রধারী ছবিটি নিয়ে সন্দেহ পোষণ করে বলেন, ‘ছবিটি এখানকার এবং ঘটনার দিনের কি না, সেটা নিশ্চিত নয়। ছবিটি এডিট করা হয়েছে।’
অস্ত্রধারীর সঙ্গে ছবিতে ছিলেন চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর। তিনি বলেন, ‘পৌর শহর রক্ষা করতে সংঘর্ষের ঘটনার পর আমরা মহাসড়কে গিয়েছিলাম, যেটি ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে।’