কৃষক দলের বৃক্ষরোপণের সময় ‘জয় বাংলা’ স্লোগান, ১০ শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা
নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজে কৃষক দলের বৃক্ষরোপণ কর্মসূচির সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ১০ শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির (খোকন) আজ রোববার দুপুরে কলেজ প্রাঙ্গণে দুটি গাছের চারা রোপণ করার সময় জয় বাংলা স্লোগান দেওয়ার ঘটনা ঘটে।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে বিকেল চারটার দিকে জরুরি সভা ডেকে ১০ ছাত্রকে পাঠদানসহ সব কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কলেজটির অধ্যক্ষ হেরেম উল্ল্যাহ আহসান।
খোঁজ নিয়ে জানা যায়, জুলাই গণ–অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নেয় জেলা কৃষক দল। খায়রুল কবির প্রধান অতিথি থেকে বিভিন্ন স্থানে এসব চারা রোপণ করেন। শহীদ তাহমিদ ও ইমন স্মরণে দুটি গাছের চারা রোপণ করতে কিছু নেতা–কর্মীকে নিয়ে আবদুল কাদির মোল্লা সিটি কলেজের ক্যাম্পাসে যান তিনি। চারা দুটি রোপণের সময়ই ভবনের তিনতলা থেকে একদল ছাত্র কয়েক দফা ‘জয় বাংলা’ স্লোগান দেয়। এতে বিএনপি ও কৃষক দলের নেতা–কর্মীরা উত্তেজিত হয়ে পড়েন।
কলেজ কর্তৃপক্ষ বলছে, অতিথিরা কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ করতে এসেছেন, তাঁদের উদ্দেশ্য করে কিছু ছাত্র জয় বাংলা স্লোগান দিয়ে বসে। এটি শিষ্টাচার–বহির্ভূত, অশোভন এবং কলেজের রীতিবিরোধী কাজ হয়েছে। আবদুল কাদির মোল্লা সিটি কলেজ সম্পূর্ণ অরাজনৈতিক শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে কোনো প্রকার রাজনীতি করার সুযোগ নেই। এ ঘটনায় এখন পর্যন্ত মানবিক বিভাগের ১০ জন শিক্ষার্থী শনাক্ত হয়েছেন। এরই মধ্যে তাঁদের কলেজের পরিচয়পত্র জব্দ করা হয়েছে।
ওই ১০ শিক্ষার্থীর বক্তব্য নানা মাধ্যমে চেষ্টা করেও জানা যায়নি। তবে তাঁদের সহপাঠীরা বলছেন, জয় বাংলা স্লোগান ওই শিক্ষার্থীরা দুষ্টুমি করে দিয়েছে। বিষয়টি এত বড় হয়ে যাবে, বুঝতে পারেননি তাঁরা।
আবদুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ হেরেম উল্ল্যাহ আহসান জানান, বিকেলে জরুরি সভা ডেকে ১০ শিক্ষার্থীকে পাঠদানসহ সব কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অধ্যক্ষ বলেন, আগামী শনিবার ওই ১০ জন শিক্ষার্থীর অভিভাবককে কলেজে আসতে বলা হয়েছে। তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী অভিভাবকদের সঙ্গে আলোচনা করে তাঁদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে খায়রুল কবির খোকন প্রথম আলোকে বলেন, ‘ভালো শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠার পর থেকেই কলেজটি অরাজনৈতিক অবস্থান ধরে রেখেছে। মেধাবী শিক্ষার্থীরাই সেখানে পড়াশোনা করে। আজ কিছু শিক্ষার্থীর দেওয়া জয় বাংলা স্লোগান আমি নিজের কানে শুনিনি। পরে নেতা–কর্মীরা আমাকে জানিয়েছেন।’ তিনি বলেন, এ ঘটনায় এমন কোনো সিদ্ধান্ত নেওয়া কলেজ কর্তৃপক্ষের উচিত হবে না, যাতে মেধাবী এসব শিক্ষার্থীর শিক্ষাজীবন বিপন্ন হয়। তাঁদের বুঝিয়ে সতর্ক করে দিলেই যথেষ্ট।