বেনাপোল সীমান্তে বিএসএফের রাবার বুলেটে দুই বাংলাদেশি আহত

সীমান্ত
প্রতীকী ছবি

যশোরের বেনাপোলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) রাবার বুলেটে দুই বাংলাদেশি আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে বেনাপোল বন্দর থানার দৌলতপুর সীমান্তে এ ঘটনা ঘটে। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আহত দুজনকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহত দুজন হলেন শফিকুল ইসলাম ওরফে ডালিম (৩২) ও পিয়াস বাবু (৩৫)। শফিকুল ইসলাম বেনাপোল বন্দর থানার পুটখালী ইউনিয়নের দৌলতপুর গ্রামের বরকত আলীর ছেলে এবং পিয়াস বাবু একই গ্রামের দ্বীন মোহাম্মদের ছেলে।

গতকাল মঙ্গলবার রাতে বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে খুলনা ২১ ব্যাটালিয়নের অধীন দৌলতপুর বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার মেইন পিলার ১৭/৭-এস–এর ১৮২ আর পিলারের বিপরীতে আনুমানিক ২৫ গজ ভারতের অভ্যন্তরে দুই বাংলাদেশি নাগরিক ফেনসিডিল আনতে যান। এ সময় বিএসএফ তাঁদের ধাওয়া করে। একপর্যায়ে বিএসএফ তাঁদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। রাবার বুলেটের আঘাতে শফিকুল ইসলাম ও পিয়াস বাবু আহত হন। বিজিবি টহল দল তাঁদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। এরপর তাঁদের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, ওই দুজনের বিরুদ্ধে বেনাপোল বন্দর থানায় মামলা প্রক্রিয়াধীন। মামলার পর তাঁদের থানায় হস্তান্তর করা হবে।