কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীর তীর থেকে ১১ কোটি ৬০ লাখ ৫০ হাজার টাকার ক্রিস্টাল মেথ (আইস) ও ইয়াবা উদ্ধারের কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় বিজিবির সদস্যরা কাউকে আটক করতে পারেননি। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহ পরীর দ্বীপ জালিয়াপাড়াসংলগ্ন নাফ নদীর তীরে একটি পরিত্যক্ত নৌকার পাটাতনের নিচ থেকে মাদকের চালানটি উদ্ধার করা হয়।
বিজিবি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল দিবাগত রাতে শাহপরীর দ্বীপসংলগ্ন নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে মাদকের একটি বড় চালান পাচার হবে বলে জানতে পারে বিজিবি। এর সূত্র ধরে টেকনাফ ২ বিজিবির একজন উপ-অধিনায়কের নেতৃত্বে বিজিবির একটি চোরাচালান প্রতিরোধ টহল দল ওই এলাকায় অভিযানে যায়। এ সময় নাফ নদীর তীরে একটি পরিত্যক্ত নৌকার পাটাতনের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটি খুললে ২ কেজি ১৪১ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার প্রথম আলোকে বলেন, উদ্ধার মাদকের আনুমানিক মূল্য ১১ কোটি ৬০ লাখ ৫০ হাজার টাকা। উদ্ধার করা মাদকদ্রব্য বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে জমা রাখা হয়েছে। পরবর্তী সময়ে আইনগত কার্যক্রম শেষে ঊর্ধ্বতন কর্মকর্তা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিসহ সবার উপস্থিতিতে মাদকগুলো ধ্বংস করা হবে।