অটোরিকশায় বসা নিয়ে কথা–কাটাকাটি, চালককে পিটিয়ে হত্যার অভিযোগ
হবিগঞ্জের চুনারুঘাটে সিএনজিচালিত অটোরিকশার আসনে বসা নিয়ে কথা-কাটাকাটির জেরে চালকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে কয়েক শ্রমিকের বিরুদ্ধে। গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার চানপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে জড়িত অভিযোগে আজ বৃহস্পতিবার সকালে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
নিহত চালকের নাম মর্তুজ আলী (৫০)। তিনি চুনারুঘাট উপজেলার নোয়ানী গ্রামের বাসিন্দা ছিলেন। অন্যদিকে আটক দুই ব্যক্তি হলেন আকাশ উড়াং (২৩) ও নয়ন উড়াং (২৫)। তাঁরা উভয়ই চা–শ্রমিক ও চানপুর এলাকার বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল রাত ১০টার দিকে চুনারুঘাট শহর থেকে কয়েকজন যাত্রী নিয়ে চানপুর চা-বাগানসংলগ্ন চানপুর বাজারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন অটোরিকশাচালক মর্তুজ আলী। এ সময় নয়ন ও আকাশ অটোরিকশাটিতে তাঁদের জন্য আসন সংরক্ষণ করে পাশের দোকানে চা খেতে যান। তাঁরা ফিরে দেখেন, তাঁদের আসনে অন্য যাত্রী বসিয়েছেন চালক। এ নিয়ে মর্তুজের সঙ্গে নয়ন ও আকাশের কথা–কাটাকাটি হয়। পরে তাঁরা ওই অটোরিকশায় করে চানপুর এলাকায় যান। সেখানে পৌঁছে একই বিষয় নিয়ে আবারও ঝগড়ায় জড়ান নয়ন ও আকাশ। এ সময় সেখানে উপস্থিত আরও কয়েকজন চা–শ্রমিক নয়ন ও আকাশের পক্ষ নেন। একপর্যায়ে মর্তুজকে লাঠিসোঁটা দিয়ে পেটাতে থাকেন তাঁরা। এতে ঘটনাস্থলেই মর্তুজের মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে পাঠায়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ চুনারুঘাটের অটোরিকশাচালকেরা ঢাকা-সিলেট পুরাতন মহাসড়ক (চুনারুঘাট-জগদীশপুর) এলাকায় অবরোধ ও বিক্ষোভ করেন। মানববন্ধনে উপজেলার কয়েকজন অটোরিকশাচালক দাবি করেন, এ হত্যাকাণ্ডের পেছনে চা-শ্রমিকদের কয়েকজন নেতাও জড়িত। তাঁদের ইন্ধনে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। তাঁরা ওই নেতাদের পাশাপাশি জড়িত সবাইকে গ্রেপ্তারের দাবি জানান।