নতুন শিক্ষা কারিকুলাম হবে জীবিকা ও জীবনভিত্তিক: শিক্ষা উপমন্ত্রী

শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী
ছবি: প্রথম আলো

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, ‘বিশ্বের সঙ্গে মিল রেখে শিক্ষাপদ্ধতি চালু হচ্ছে। উন্নত দেশের শিক্ষাব্যবস্থায় সব পেশা নিয়ে হাতে-কলমে শেখানো হয়। আমাদের সন্তানেরা বিকৃত মানসিকতায় ভুগছে। কারণ, তাদের লক্ষ্য থাকে পড়াশোনা শেষ করে কোনোমতে একটি সরকারি চাকরি পাওয়া। চাকরি না পেলে হতাশায় ভোগে। এমন হতাশা থেকে তারা মাদকের দিতে হাত বাড়ায়।’

গতকাল রোববার রাতে কক্সবাজারের একটি অভিজাত হোটেলের হলরুমে শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী এসব কথা বলেন। সদর উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধানদের নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করে কক্সবাজার পৌরসভা কর্তৃপক্ষ।

মাদ্রাসা শিক্ষাব্যবস্থায় পরিবর্তনের কথা তুলে ধরে শিক্ষা উপমন্ত্রী বলেন, মাদ্রাসাগুলোতে শিক্ষার্থীদের ভালোভাবে তিলাওয়াত ও হিফজ শেখানো হয়। কিন্তু এই শিক্ষার্থীরা আরবি ভাষায় কথা বলতে পারে না। তাই নতুন শিক্ষা কারিকুলাম হবে জীবিকা ও জীবনভিত্তিক। এতে সমাজবিজ্ঞান সবার জন্য বাধ্যতামূলক হবে। ধর্মীয় শিক্ষা ও নৈতিক শিক্ষায় পূর্ণ নম্বর থাকবে। নানা ধরনের ট্রেড কোর্স থাকবে, যেন শিক্ষার্থীরা কর্ম উপযোগী হিসেবে গড়ে উঠতে পারে।

পৌরসভার মেয়র মুজিবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী প্রমুখ।

১৫ আগস্টের খুনিরা ছিলেন আত্মস্বীকৃত খুনি

এর আগে গতকাল রোববার সন্ধ্যায় শহরের পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সমালোচনা করে মহিবুল হাসান বলেন, ১৯৭৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত যেসব হত্যাকাণ্ড চালিয়েছে, সেগুলোর গজব থেকে তারা কখনো মুক্তি পাবে না। ১৫ আগস্টের খুনিরা ছিলেন আত্মস্বীকৃত খুনি। বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জিয়াউর রহমান জড়িত ছিলেন বলে বিভিন্ন গ্রন্থে উল্লেখ করা হয়েছে। মহামান্য উচ্চ আদালত জিয়াউর রহমানকে ঠান্ডা মাথার খুনি বলে উল্লেখ করেন। তারেক রহমানও তাঁর বাবার পদাঙ্ক অনুসরণ করে খুনের লালসায় মত্ত থাকেন। তারেক রহমানের নেতৃত্বে ২১ আগস্টের ভয়াল গ্রেনেড হামলা হয়েছিল।