যশোর শহরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

ছুরিকাঘাতে হত্যা
প্রতীকী ছবি

যশোরে রিপন হোসেন (২৫) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার রাত আটটার দিকে যশোর শহরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কের রেলগেট এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত রিপন যশোর শহরের খড়কি এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তিনি হালকা প্রকৌশলশিল্পের শ্রমিক হিসেবে কাজ করতেন।

পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনদের সূত্রে জানা গেছে, সোমবার রাত আটটার দিকে যশোর রেলস্টেশন এলাকার লেদ কারখানা থেকে কাজ শেষ করে বাড়িতে ফিরছিলেন রিপন। শহরের রেলগেট এলাকায় পৌঁছালে প্রতিপক্ষের লোকজন অতর্কিত ছুরি মেরে জখম করে। গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাকের দাপ্তরিক মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি কথা বলেননি। তবে খুদে বার্তায় তিনি জানান, রিপন হোসেন নামের এক যুবককে ছুরি মেরে কে বা কারা হত্যা করেছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।