জোড়া ঘোড়া নিয়ে ভোটকেন্দ্রে এসে নজর কাড়েন ইউনুস আলী

ঘোড়ার পিঠে চড়ে ভোট দিতে আসেন ইউনুস আলী। রোববার দুপুরে বাগমারা উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের তালঘড়িয়া গ্রামেছবি: প্রথম আলো

পাশাপাশি দুটি ঘোড়া। একটি ছোট, আরেকটি বড়। মাঝে গামছা দিয়ে যুক্ত করে রাখা হয়েছে ঘোড়া দুটিকে। বড় ঘোড়ার পিঠে চড়ে ভোট দিতে আসেন ৮০ বছর বয়সী ইউনুস আলী। ভোটকেন্দ্রের পাশে ঘোড়া জোড়া রেখে কেন্দ্রে ঢুকে ভোট দেন তিনি।

রোববার দুপুরে বাগমারা উপজেলার কোনাবাড়িয়া দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্র জোড়া ঘোড়া নিয়ে ভোট দিতে এসে সবার নজর কাড়েন ইউনুস আলী। তিনি রাজশাহী-৪ (বাগমারা) আসনের ভোটার এবং বাগমারা উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের তালঘড়িয়া গ্রামের বাসিন্দা।

আলাপকালে ইউনুস আলী বলেন, বয়স হওয়ার কারণে স্বাভাবিক চলাফেরা করতে পারেন না। তিন বছর আগে ২৩ হাজার টাকায় একটি ঘোড়া কেনেন। ওই ঘোড়ায় চড়ে তিনি চলাফেরা করেন। নিজে ও পরিবারের লোকজন ঘোড়ার যত্ন করেন। কিছুদিন আগে মাদি (স্ত্রী) ঘোড়াটি একটি বাচ্চা প্রসব করে। এর পর থেকে তাঁর দুটি ঘোড়া। যেখানেই যান, ঘোড়া দুটি নিয়ে যান।

ভোটকেন্দ্র থেকে ইউনুস আলীর বাড়ি দেড় কিলোমিটার দূরে। ভোটের দিনে ঘোড়ায় চড়ে কেন্দ্রে আসা নিরাপদ মনে করেছেন। তাই কেন্দ্রে আসতে নিজের ঘোড়াকেই বেছে নিয়েছেন। ইউনুস আলী বলেন, জীবনে অনেকবার ভোট দিয়েছেন। তবে ঘোড়ায় চড়ে এবারই প্রথম ভোট দিলেন। জীবনে এত শান্তিপূর্ণ ভোট আর দেখেননি বলেও জানান তিনি।

এলাকার বাসিন্দা ও বাগমারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুল হক বলেন, ইউনুস আলী একজন শৌখিন মানুষ। তা ছাড়া বয়স হওয়ার কারণে স্বাভাবিক চলাচলে সমস্যা হয়। তাই তিনি ঘোড়া নিয়ে চলাচল করেন।