রায়পুরায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, চলাচল বন্ধ ছিল সোয়া তিন ঘণ্টা

নরসিংদীর রায়পুরার দৌলতকান্দি রেলওয়ে স্টেশনে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে আটকে ছিলছবি: প্রথম আলো

নরসিংদীর রায়পুরার দৌলতকান্দি রেলওয়ে স্টেশনে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে প্রায় সোয়া ৩ ঘণ্টা আটকে ছিল। আজ বুধবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে ঢাকা থেকে বিকল্প ইঞ্জিন আসার পর ট্রেনটি বেলা ১১টা ২০ মিনিটের দিকে পুনরায় গন্তব্যে যাত্রা করে।

রেলস্টেশন সূত্রে জানা গেছে, সকাল সোয়া ৬টার দিকে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি যাত্রা করে। সকাল ৮টার দিকে ট্রেনটি রায়পুরার দৌলতকান্দি রেলস্টেশনে পৌঁছার পর ইঞ্জিন বিকল হয়ে যায়। দীর্ঘক্ষণ চেষ্টার পরও ট্রেনটির কর্মীরা ইঞ্জিন সচল করতে ব্যর্থ হন। পরে স্টেশনটির মাস্টার কমলাপুরের নিয়ন্ত্রণ কক্ষে খবর পাঠালে বিকল্প ইঞ্জিন পাঠানো হয়।

বেলা ১১টা ১০ মিনিটে ঢাকা থেকে পাঠানো একটি বিকল্প ইঞ্জিন দৌলতকান্দি রেলস্টেশনে আসে। ওই ইঞ্জিন সংযুক্ত করে ১১টা ২০ মিনিটে ট্রেনটি পুনরায় গন্তব্যের উদ্দেশে যাত্রা করে। এ সময় ট্রেনটির শত শত যাত্রী ভোগান্তিতে পড়েন।

নরসিংদী রেলস্টেশনের মাস্টার সোনিয়া আক্তার জানান, কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি ইঞ্জিন বিকল হয়ে প্রায় সোয়া ৩ ঘণ্টা আটকে ছিল। বিকল্প ইঞ্জিন আসার পর বেলা ১১টা ২০ মিনিটের দিকে ট্রেনটি পুনরায় গন্তব্যের উদ্দেশে যাত্রা করে।