নোয়াখালীতে ব্যাংক কর্মচারীকে পেটানোর অভিযোগ সংসদ সদস্যের অনুসারীদের বিরুদ্ধে

হামলায় আহত মেঘনা ব্যাংকের কর্মচারী সাদ্দাম হোসেনকে চৌমুহনীর একটি হাসপাতালে ভর্তি করা হয়ছবি: প্রথম আলো

নোয়াখালীর সেনবাগ উপজেলায় মেঘনা ব্যাংকের কর্মচারী সাদ্দাম হোসেনকে (৩০) পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে সেনবাগ প্রেসক্লাব মোড়ে মেঘনা ব্যাংকের সামনে সড়কের ওপর এ ঘটনা ঘটে। আহত সাদ্দাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলমের অনুসারী ও মেঘনা ব্যাংকের পিয়ন। তিনি উপজেলার কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের বাহার উল্যাহর ছেলে।

জাহাঙ্গীর আলমের অভিযোগ, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য মোরশেদ আলমের অনুসারীরা এ হামলা চালিয়েছে। এ সময় সাদ্দামের ব্যবহৃত একটি মোটরসাইকেল ভাঙচুর করেছে তারা। সাদ্দামকে বেগমগঞ্জের চৌমুহনীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম বলেন, সাদ্দাম হোসেন গত ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোহা. আতাউর রহমান ভূঁইয়ার কাঁচি প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশগ্রহণ করেন। গত সোমবার ফেসবুকে তাঁর (জাহাঙ্গীর আলম) এক পোস্টে বর্তমান সংসদ সদস্যকে নিয়ে একটি মন্তব্য করেন। এতে সংসদ সদস্য মোরশেদ আলমের অনুসারীরা ক্ষিপ্ত হয়ে গতকাল সন্ধ্যার দিকে মেঘনা ব্যাংক থেকে বের হয়ে সড়কে আসার পর সাদ্দামের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাঁকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে।
অনুসারীদের নিয়ে অভিযোগের বিষয়ে জানতে গতকাল রাতে সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোরশেদ আলমের মুঠোফোনে ফোন দিলেও তিনি সাড়া দেননি।

সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।