ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে নোয়াখালীতে স্কুল-মাদ্রাসার অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত

টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নোয়াখালী জেলা শহর মাইজদীতে। গতকাল বেলা তিনটায় শহরের ফ্ল্যাট রোডেছবি: প্রথম আলো

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উপকূলীয় জেলা নোয়াখালীর চারটি উপজেলার মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী আগামীকাল বুধবার ও এর পরদিন বৃহস্পতিবারের পরীক্ষাগুলো স্থগিত থাকবে। আজ মঙ্গলবার রাত আটটার দিকে জেলা শিক্ষা কর্মকর্তা নুর উদ্দিন জাহাঙ্গীর প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা শিক্ষা কর্মকর্তা জানান, দুই দিন ধরে নোয়াখালীতে টানা বৃষ্টির ফলে সদর, সুবর্ণচর, কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলার অনেক শিক্ষাপ্রতিষ্ঠান জলাবদ্ধতার কবলে পড়েছে। বিদ্যালয়ে যাতায়াতের রাস্তাঘাট ডুবে গেছে। উদ্ভূত পরিস্থিতিতে ওই সব উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা তাঁর কাছে বুধ ও বৃহস্পতিবার মাধ্যমিক পর্যায়ের সব স্কুল ও মাদ্রাসার চলমান অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত রাখার নির্দেশনা চেয়েছেন। যার পরিপ্রেক্ষিতে তিনি আগামী দুই দিনের পরীক্ষা স্থগিত রাখতে বলেছেন।

এক প্রশ্নের জবাবে শিক্ষা কর্মকর্তা বলেন, প্রতিষ্ঠান বন্ধ রাখতে বলা হয়নি। পরীক্ষা যেহেতু স্পর্শকাতর বিষয়, সে কারণে বুধ ও বৃহস্পতিবার দুই দিনের পরীক্ষা স্থগিত রাখতে বলা হয়েছে। পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনে এমনিতেই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। আশা করা যায়, সে নাগাদ পরিস্থিতির উন্নতি হবে।

বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ প্রথম আলোকে বলেন, অতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা স্থগিত রাখার বিষয়টি তাঁর জানা নেই। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিষয়টি নিয়ে তাঁর সঙ্গে আলাপ করেননি। তিনি এ বিষয়ে শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলবেন।