আবার রংপুর মহানগর জাপার সভাপতি মোস্তাফিজার, সম্পাদক ইয়াসীর

রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান (বাঁয়ে) ও সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর
ছবি: মঈনুল ইসলাম

রংপুর মহানগর জাতীয় পার্টির (জাপা) ত্রিবার্ষিক সম্মেলনে পুনরায় মোস্তাফিজার রহমানকে সভাপতি ও এস এম ইয়াসীরকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে তাঁদের নাম ঘোষণা করেন দলটির চেয়ারম্যান জি এম কাদের।

সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করার সময় লোকমান হোসেন ও জাহিদুল ইসলাম নামের দুজন সহসভাপতির নামও ঘোষণা করেন জি এম কাদের। সম্মেলনে রংপুর নগরের ৩৩টি ওয়ার্ড ছাড়াও আশপাশের উপজেলা ও জেলার নেতা-কর্মীরা অংশ নেন। সম্মেলন ঘিরে পুরো নগরজুড়ে ছিল সাজ সাজ রব।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাপা চেয়ারম্যান জি এম কাদের। আরও উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মুজিবুল হক, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, আদেলুর রহমান, রংপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর জাপার সভাপতি মোস্তাফিজার রহমান, সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, জেলা জাপার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল মাসুদ চৌধুরী, সদস্যসচিব আবদুর রাজ্জাক প্রমুখ।

১০১ সদস্যবিশিষ্ট কমিটির মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৪ জনের নাম ঘোষণা করা হয়েছে। পরবর্তী সময়ে কমিটি পূর্ণাঙ্গ করা হবে বলে জানিয়েছেন নতুন কমিটির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর।