আচরণবিধি লঙ্ঘন করায় আওয়ামী লীগের প্রার্থীসহ তিনজনকে নোটিশ

মুন্সিগঞ্জ জেলার মানচিত্র

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সভা করায় মুন্সিগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন আহমদ এবং শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. তোফাজ্জল হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। রোববার বিকেলে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জর্জ মো. আল-ইমরান খান তিনজনকে আলাদাভাবে ওই নোটিশ দেন।

ওই নোটিশ সূত্রে জানা গেছে, মহিউদ্দিন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। গত শনিবার দুপুরে তিনি অনুমতি ছাড়া নির্বাচনী আইন ভঙ্গ করে শ্রীনগর ডাকবাংলোর সামনে নির্বাচনী ব্যানার নিয়ে তোফাজ্জল হোসেন, মশিউর রহমানসহ কয়েক শ নেতা-কর্মীকে নিয়ে নির্বাচনী কাজে যুক্ত ছিলেন, যা জাতীয় সংসদের নির্বাচনী আচরণ বিধিমালার লঙ্ঘন।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কেন নির্বাচন কমিশনের বরাবর সুপারিশ করা হবে না, সেটি ১২ ডিসেম্বর দুপুর ১২টার মধ্যে কমিটির অস্থায়ী কার্যালয় মুন্সিগঞ্জ যুগ্ম জেলা ও দায়রা জজ, দ্বিতীয় আদালতে ব্যক্তিগতভাবে হাজির হয়ে বা মনোনীত প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া একইভাবে আলাদা দুটি চিঠিতে তোফাজ্জল ও মশিউরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
এ আসনে গত নির্বাচনে আওয়ামী লীগের মহাজোট থেকে বিকল্পধারার মাহী বি চৌধুরীর সংসদ সদস্য নির্বাচিত হন। এবার এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান মহিউদ্দিন।

গত শনিবার দুপুরে তোফাজ্জলের সভাপতিত্বে ও মশিউরের সঞ্চালনায় আচরণবিধি ভঙ্গ করে মহিউদ্দিনের বিজয় নিশ্চিত করতে মতবিনিময় সভা করে আওয়ামী লীগ। সভায় নৌকার প্রার্থী মহিউদ্দিন উপস্থিত ছিলেন।

ওই সভার ব্যানারে বড় অক্ষরে লেখা ছিল, ‘২০২৪ জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-১ নির্বাচনী আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে মতবিনিময় সভা।’ সভায় মূল দল ও অঙ্গসংগঠনের কয়েক শ নেতা–কর্মী উপস্থিত ছিলেন। সভা থেকে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কাজ করতে বলা হয়। সেই সঙ্গে ‘৭ তারিখ সারা দিন নৌকা মার্কায় ভোট দিন; মহিউদ্দিন ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে; নৌক, নৌকা’ বলে স্লোগান দিতে থাকেন সভায় উপস্থিত নেতা-কর্মীরা।