রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় রাষ্ট্রীয় অব্যবস্থাপনাকে দায়ী করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে গণতান্ত্রিক ছাত্র জোট। আজ মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে আয়োজিত এই বিক্ষোভ কর্মসূচিতে চার দফা দাবি জানিয়েছেন জোটের নেতা-কর্মীরা।
কর্মসূচিতে বিপ্লবী ছাত্র মৈত্রী, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল এবং আঞ্চলিক দল ইউপিডিএফ–সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। তাঁরা বলেন, অবকাঠামোগত অব্যবস্থাপনার কারণে একের পর এক মৃত্যু ঘটছে, অথচ সরকার দায় নিচ্ছে না।
বিপ্লবী ছাত্র মৈত্রীর সদস্যসচিব আহমেদ মুগ্ধ বিক্ষোভ কর্মসূচিতে বলেন, ‘রাষ্ট্রের অবহেলার কারণে মানুষ মারা যাচ্ছে। আমরা যদি এই কাঠামো বদলাতে না পারি, তাহলে হয়তো আমাদেরও মৃত্যু ঘটবে। এখনই রাষ্ট্র সংস্কারে এগিয়ে আসতে হবে।’ পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সুদর্শন চাকমা বলেন, ‘দুর্ঘটনার পর শিক্ষার্থীরা উদ্ধারকাজে এগিয়ে গেছে। পরে তাদের ওপর লাঠিপেটা করা হয়। এটি গণবিরোধী আচরণ।’
সমাবেশ থেকে গণতান্ত্রিক ছাত্র জোটের নেতা-কর্মীরা চার দফা দাবি জানান। এগুলো হলো চলতি মাসে সংঘটিত সব রাষ্ট্রীয় কাঠামোগত মৃত্যুর দায় স্বীকার করে জনগণের কাছে সরকারের ক্ষমা চাওয়া, বিমান দুর্ঘটনার পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত করে জনসমক্ষে প্রকাশ করা, আহত ব্যক্তিদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহন করা এবং দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা।