বেলাবতে মহাসড়কে পিষ্ট অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার

লাশ
প্রতীকী ছবি

নরসিংদীর বেলাব উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহনের চাকায় পিষ্ট অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার রাত আটটার দিকে উপজেলার দড়িকান্দি বাসস্ট্যান্ড-সংলগ্ন মাদ্রাসার সামনে থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

মহাসড়কে লাশ উদ্ধার হওয়া ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। পরনে ছিল সালোয়ার–কামিজ। পুলিশ ও স্থানীয় ব্যক্তিদের ধারণা, সন্ধ্যা সাতটার দিকে হেঁটে মহাসড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। চলন্ত যাত্রীবাহী বাস বা পণ্যবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনি নিহত হন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের ওই অংশটি খুবই নির্জন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্থানীয় কয়েকজন ব্যক্তি হেঁটে যাওয়ার সময় মহাসড়কে মানুষের অঙ্গ পড়ে থাকতে দেখে ভয় পেয়ে যান। তাঁরা কাছে গিয়ে দেখেন, একটি লাশের খণ্ডিত অংশ।

খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক নূর মিয়া ঘটনাস্থলে গিয়ে নিহত নারীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। নিহত নারীর পরিচয় শনাক্তের জন্য আঙুলের ছাপ নিতে নরসিংদীর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যদের খবর দেওয়া হয়েছে বলে জানায় হাইওয়ে পুলিশ।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, নিহত নারীর একটি হাত অক্ষত আছে। তাঁর নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। লাশ আপাতত থানায় রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এর আগে সন্ধ্যা ছয়টার দিকে শিবপুরের ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দনগর এলাকায় বাস, মিনিবাস ও প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রাইভেট কারের চালকসহ চারজন গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।