বগুড়ায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

প্রতীকী ছবি

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে আবদুল মজিদ (৫৫) নামের এক বাসচালকের মৃত্যু হয়েছে। বগুড়া সদরের সরকারি আজিজুল হক কলেজ এলাকায় আজ রোববার সকাল ৯টায় এই লাশ উদ্ধার করে বগুড়া রেলওয়ে পুলিশ।

বগুড়ার রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঢাকাগামী রংপুর এক্সপ্রেসের নিচে কাটা পড়ে আবদুল মজিদের মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মজিদ বগুড়ার শেরপুরের ভবানীপুর এলাকার মৃত কাশেম আলীর ছেলে। সে আগে বাসচালক ছিলেন।

স্বজনদের মাধ্যমে রেলওয়ে পুলিশ জানতে পেরেছে, মজিদ পেশায় একজন বাসচালক ছিলেন। বর্তমানে তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ার কারণে চাকরি হারান। এর পর থেকে মজিদ ভবঘুরে ছিলেন।

জানা যায়, গতকাল রাত সাড়ে তিনটার দিকে রংপুর এক্সপ্রেস বগুড়া ছেড়ে চলে যায়। এরপর আজ সকালে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যুর খবর পেয়ে তাঁর লাশ উদ্ধার বগুড়া রেলওয়ে পুলিশ।

এসআই আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মজিদের লাশ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহত ব্যক্তির পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।