সিলেটে ফেব্রুয়ারিতে করা নাশকতার মামলায় জামায়াতের ৭ কর্মী গ্রেপ্তার

হাতকড়া
প্রতীকী ছবি

সিলেটে জামায়াতে ইসলামীর সমাবেশস্থল পরিদর্শন করে ফেরার পথে দলের সাতজন কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে তাঁদের আটকের পর আজ শনিবার সকালে নাশকতার পুরোনো একটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিলেটে বিয়ানীবাজার উপজেলার আজিজুল ইসলাম (৪৩), বালাগঞ্জ নুরপুরের এস এম রুমেল (২৩), কানাইঘাট উপজেলার বড়দেশের মারুফ আহমদ (১৮), বাগেরহাটের আবু বক্কর সিদ্দিক (৫৮), সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সাইদুল ইসলাম (৩৮), সুনামগঞ্জের হোসেন আহমদ (৩০) ও বগুড়ার মাহমুদুল আলম (৩৪)। তাঁদের যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে, সেটি ফেব্রুয়ারি মাসে দায়ের করা। ওই মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, গত ফেব্রুয়ারিতে দায়ের হওয়া নাশকতা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী প্রথম আলোকে বলেন, ‘গ্রেপ্তার সবাই যে আমাদের কর্মী তেমনটি নয়। সাতজনের মধ্যে আজিজুল ইসলাম নামের একজন আছেন, তিনি আমাদের সক্রিয় কর্মী বলা যায়। অন্যরা কিছু শ্রমিক নেতা রয়েছেন এবং সমর্থকও আছেন।’