গাজীপুরে বাসের ধাক্কায় ৭ এসএসসি পরীক্ষার্থী আহত, একজন পরীক্ষা দিতে পারেনি

বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশাছবি: সংগৃহীত

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসের ধাক্কায় ৭ পরীক্ষার্থীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে একজন গুরুতর আহত হওয়ায় সে পরীক্ষায় অংশ নিতে পারেনি। তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে উপজেলার দুবুরিয়া এলাকায় গাজীপুর-আজমতপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে সিএনজিচালিত ও ব্যাটারিচালিত দুটি পৃথক অটোরিকশায় উপজেলার নোয়াগাঁও উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে যাচ্ছিল সাত শিক্ষার্থী। তারা স্থানীয় পুনসহি উচ্চবিদ্যালয় ও নরুন উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। সিএনজিচালিত অটোরিকশাটি সামনে ছিল। পেছনে ছিল ব্যাটারিচালিত অটোরিকশাটি। এর মধ্যে গাজীপুর-আজমতপুর সড়কের দুবুরিয়া এলাকায় হঠাৎ সামনে থেকে আসা একটি বাস অটোরিকশা দুটিকে ধাক্কা দেয়। এতে দুটি যানই দুমড়েমুচড়ে যায়। এ সময় ওই সাত শিক্ষার্থীসহ দুই অটোরিকশার চালক ও এক অভিভাবক আহত হন। এর মধ্যে গুরুতর আহত মায়মুনা নামের এক শিক্ষার্থীকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা গুরুতর হওয়ায় সে পরীক্ষায় অংশ নিতে পারেনি।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক মো. রেজাউল ইসলাম প্রথম আলোকে বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি নরসিংদীর একটি মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে সাফারি পার্কে পিকনিকে যাচ্ছিল। দুবুরিয়া এলাকায় দুটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার সাত এসএসসি পরীক্ষার্থী আহত হয়। তাদের মধ্যে মায়মুনার অবস্থা খারাপ হওয়ায় সে পরীক্ষা দিতে পারেনি। পুলিশ বাসটিকে জব্দ করেছে। কিন্তু চালক পালিয়ে গেছেন।