শেরপুরে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল কৃষকের, আহত ১

ধানখেতে বন্য হাতির আক্রমণ
প্রথম আলোর ফাইল ছবি

শেরপুরের শ্রীবরদী উপজেলায় বন্য হাতির আক্রমণে আবদুল করিম (২৮) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে উপজেলার গারো পাহাড়ের সীমান্তঘেঁষা ঝুঁলগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

আবদুল করিম সিঙ্গাবরুণা ইউনিয়নের ঝুঁলগাঁও গ্রামের রবিউল ইসলামের ছেলে। এ ঘটনায় মো. খবির (২৩) নামের আরেক কৃষক আহত হয়েছেন। তাঁকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি একই গ্রামের মোশারফ হোসেনের ছেলে।

বন বিভাগ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ ভোরে সীমান্তের ওপার থেকে একদল বন্য হাতি উপজেলার বালিজুড়ী রেঞ্জ এলাকার ঝুঁলগাঁও গ্রামের বোরো ধানখেতে নেমে ফসল নষ্ট করছিল। ধানখেত রক্ষায় এলাকাবাসী হাতি তাড়াতে লাঠি ও মশাল নিয়ে হাতির দলকে ধাওয়া দেন। এ সময় ক্ষুব্ধ হাতির পায়ে পিষ্ট হয়ে ঝুঁলগাঁও গ্রামের কৃষক আবদুল করিম ঘটনাস্থলেই নিহত হন এবং খবির গুরুতর আহত হন। স্থানীয় লোকজন খবিরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

বন বিভাগের বালিজুড়ী রেঞ্জ কর্মকর্তা মো. রবিউল ইসলাম হাতির আক্রমণে হতাহতের বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় হতাহত ব্যক্তির পরিবার ও ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি নিয়মানুযায়ী বন বিভাগের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, হাতির আক্রমণে হতাহতের ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।