সিলেটে বিএনপির বিভাগীয় ‘তারুণ্যের সমাবেশ’ শুরু

জাতীয় সংগীতের মধ্য দিয়ে সিলেটে বিএনপির তারুণ্যের সমাবেশ শুরু হয়েছে। রোববার দুপুরে নগরের আলিয়া মাদ্রাসা মাঠেছবি: আনিস মাহমুদ

সিলেটে বিএনপির বিভাগীয় ‘তারুণ্যের সমাবেশ’ শুরু হয়েছে। আজ রোববার বেলা পৌনে তিনটায় নগরের চৌহাট্টা এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে এ সমাবেশ শুরু হয়। বিএনপির তিন সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত সমাবেশে বিভাগের চার জেলার নেতা-কর্মীরা যোগ দিয়েছেন।

বেলা সাড়ে তিনটার দিকে এই প্রতিবেদন লেখার সময় সমাবেশস্থলে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত হয়েছেন। এ ছাড়া খণ্ড খণ্ড মিছিল নিয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা সমাবেশস্থলে জড়ো হচ্ছেন। মিছিলের কারণে নগরজুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে।

বিকেল চারটায় সমাবেশস্থলে হাজির হন সমাবেশের প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি হাত তুলে উপস্থিত নেতা–কর্মীদের শুভেচ্ছা জানান
ছবি: আনিস মাহমুদ

নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে তরুণদের ন্যায্য অধিকার আদায়ে বিভাগীয় শহরে ‘তারুণ্যের সমাবেশ’ করছে বিএনপির তিন সহযোগী সংগঠন। এ কর্মসূচির অংশ হিসেবে আজ তারা সিলেটে এ সমাবেশের আয়োজন করেছে।

বেলা ৩টা ২০ মিনিটের দিকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার প্রথম আলোকে বলেন, সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে ইতিমধ্যে সিলেটে পৌঁছেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি স্থানীয় নেতারাও বক্তব্য দেবেন।

আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ‘তারুণ্যের সমাবেশে' উপস্থিতিদের একাংশ। রোববার দুপুরে
ছবি: আনিস মাহমুদ

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী জানান, বিএনপির মহাসচিব দুপুর ১২টার দিকে বিমানযোগে সিলেটে পৌঁছেছেন। এরপর তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি সমাবেশস্থলে যাবেন।

এদিকে তারুণ্যের সমাবেশস্থলের প্রায় দুই কিলোমিটার দূরে নগরের রেজিস্ট্রারি মাঠে একই সময়ে ‘তারুণ্যের জয়যাত্রা’ নামে জেলা ও মহানগর যুবলীগের উদ্যোগে পাল্টা আরেকটি সমাবেশ শুরু হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।