বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পাঁচ কর্মদিবসের মধ্যে উপাচার্য নিয়োগের দাবি শিক্ষার্থীদের
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির কাছে পাঁচ কর্মদিবসের মধ্যে উপাচার্য নিয়োগের দাবি জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ গেটে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে নির্বাচিত ক্লাস প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সাধারণ শিক্ষার্থীরা বলেন, এই বিশ্ববিদ্যালয়ে যোগ্য একজনকে উপাচার্য পদে নিয়োগ দিতে হবে। এ ছাড়া আগামী দিনগুলোতে শিক্ষার গুণগত মান ও পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি ও প্রত্যাশা রাখেন তাঁরা।
প্রসঙ্গত, ছাত্র-জনতার আন্দোলনের পর গত ৯ আগস্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাসিবুর রশীদ পদত্যাগ করেন। তিনি ২০২১ সালের ১৪ জুন এখানে যোগদান করেছিলেন।
এর আগে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ। এর পর থেকে আন্দোলন ছড়িয়ে পড়ে। ওই দিন উপাচার্যের পদত্যাগের দাবিতে তাঁর বাসভবন ঘেরাও করেন শিক্ষার্থীরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ক্যাম্পাস ত্যাগ করে নিরাপদ স্থানে সরে যান উপাচার্য।