হাসপাতালের খালি শয্যায় ঘুমাতে চাওয়ায় রোগীর স্বজনকে নিরাপত্তাকর্মীর মারধর

এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল
ছবি: সংগৃহীত

সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর এক স্বজনকে মারধরের অভিযোগ উঠেছে এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে। গতকাল বুধবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে হাসপাতালের চতুর্থ তলার ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

মারধরে আহত রুবেনা বেগম (২৭) বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসা নিচ্ছেন। আর অভিযুক্ত নিরাপত্তাকর্মী মো. আলীকে চাকরিচ্যুত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তিনি যমুনা সিকিউরিটিজ কোম্পানির মাধ্যমে হাসপাতালটিতে চুক্তিভিত্তিক চাকরি করতেন।

আহত রুবেনা বেগমের অভিযোগ, দুই দিন ধরে বাবার চিকিৎসার জন্য তিনি হাসপাতালে আছেন। গতকাল রাতে ওয়ার্ডের ভেতর মেঝেতে একটি খালি শয্যা দেখে শুয়ে পড়লে ওই নিরাপত্তাকর্মী তাঁর সঙ্গে খারাপ আচরণ করেন। রুবিনা বলেন, ‘ওই নিরাপত্তাকর্মী জিজ্ঞাসা করেন সেটি আমার বাবা কিনে দিয়েছেন কি না? এ ছাড়া নানা অশালীন গালাগাল দেন। এর প্রতিবাদ করায় আমাকে কিলঘুষি মারা হয়। পরে ওয়ার্ডের অন্য লোকজন এগিয়ে এসে আমাকে উদ্ধার করে।’

এ ঘটনায় ওই নিরাপত্তাকর্মীকে অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবর রহমান ভুঁইয়া। তিনি বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে থাকা পুলিশ ফাঁড়িতে আইনি ব্যবস্থা নিতে বলেছি। সেই সঙ্গে আমরা হাসপাতাল কর্তৃপক্ষ হিসেবে তাঁকে চাকরি থেকে বাদ দিয়েছি।’

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, ভুক্তভোগী আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।