অটোরিকশায় যাত্রী-চালক খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাই-বোনের মৃত্যু
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তোফায়েল হোসেন (১২) ও সেবা খাতুন (৪) নামের দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের সোনাইগাছি গ্রামে এ ঘটনা ঘটে।
তোফায়েল ও সেবা সোনাইগাছি গ্রামের ছকিমুদ্দীনের সন্তান। তোফায়েল সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শরিফুল আলম ওরফে সোহেল বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাই-বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ওই দুই শিশুর বড় ভাই বাড়িতে অটোরিকশা বাসায় রেখে বাইরে ঘাস কাটতে যান। এ সময় তোফায়েল হোসেন অটোরিকশাচালক ও ছোট বোন সেবা খাতুন যাত্রী সেজে অটোরিকশায় খেলছিল। এ সময় বাড়িতে মা-বাবা ছিলেন না। হঠাৎ অটোরিকশাটি বাড়ির বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুতায়িত হয়ে পড়ে। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
শিমুলবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. শরিফুল আলম প্রথম আলোকে বলেন, আপন দুই ভাই-বোনের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে গিয়েছিলেন তিনি। বড় ভাইয়ের রাখা অটোরিকশায় খেলতে গিয়ে তাঁরা বিদ্যুতায়িত হয়ে মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের মাতম বিরাজ করছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রাণ কৃষ্ণ দেবনাথ বলেন, বিদ্যুৎস্পৃষ্টে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। মৃত শিশুদের সুরতহাল প্রতিবেদন তৈরি হলে থানায় একটি অপমৃত্যুর মামলা নথিভুক্ত করা হয়েছে।