হবিগঞ্জে প্রাণ-আরএফএলের কারখানায় আগুন নিয়ন্ত্রণে, লাফিয়ে পড়ে নারী শ্রমিকের মৃত্যু

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন। হবিগঞ্জ সদর উপজেলার ওলিপুরে প্রাণ-আরএফএলের ইন্ডাস্ট্রিয়াল পার্কেছবি: সংগৃহীত

হবিগঞ্জ সদর উপজেলার ওলিপুরে প্রাণ-আরএফএলের ইন্ডাস্ট্রিয়াল পার্কে চিপসের কারখানায় লাগা আগুন আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডের সময় আতঙ্কে কারখানার ছয়তলা থেকে লাফিয়ে পড়ে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ বুধবার বেলা সাড়ে তিনটার দিকে প্রাণ-আরএফএলের ইন্ডাস্ট্রিয়াল পার্কের চিপস উৎপাদন ইউনিটে এই আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট চেষ্টা চালিয়ে সন্ধ্যা ছয়টায় এ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের সময় লাফিয়ে পড়ে মারা যাওয়া নারীর নাম নাজমা বেগম (৪০)। তাঁর বাড়ি হবিগঞ্জ সদর উপজেলায়। এ ছাড়া আতঙ্কিত হয়ে তাড়াতাড়ি বের হতে গিয়ে ৮ থেকে ১০ জন শ্রমিক আহত হয়েছেন। তাঁরা বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।

আরও পড়ুন

অগ্নিকাণ্ডের ঘটনার পর হবিগঞ্জের জেলা প্রশাসক একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন। পাশাপাশি ফায়ার সার্ভিস একই বিষয়ে আরও একটি তদন্ত কমিটি গঠন করেছে। হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, এ আগুনের সূত্রপাত এখনো চিহ্নিত করা যায়নি। ফায়ার সার্ভিস ঘটনার আড়াই ঘণ্টা পর সন্ধ্যা ছয়টায় আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। প্রাথমিকভাবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা-ও নিরূপণ করা যায়নি।

এ ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রাণ-আরএফএলের ৩০-৩৫টি বিভিন্ন পণ্যের কারখানা রয়েছে। ফায়ার সার্ভিস ও প্রাণ-আরএফএল কোম্পানি সূত্রে জানা গেছে, কাজ চলার সময় আজ বেলা সাড়ে তিনটার দিকে চিপস উৎপাদন ইউনিটে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা এ ইউনিটের সর্বত্র ছড়িয়ে পড়ে। এ সময় কোম্পানির নিজস্ব আগুন নিয়ন্ত্রণ ইউনিট কারখানার এ আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কিন্তু আগুন নিয়ন্ত্রণে না আসায় খবর পেয়ে পাশের শায়েস্তাগঞ্জ, মাধবপুর ও হবিগঞ্জ সদর থেকে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা ছয়টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাণ-আরএফএলের গণমাধ্যম কর্মকর্তা তৌহিদুজ্জামান প্রথম আলোকে বলেন, বেলা সাড়ে তিনটার দিকে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের চিপস উৎপাদন কেন্দ্রে এ আগুনের সূত্রপাত ঘটে। এ সময় একজন নারী শ্রমিক আতঙ্কিত হয়ে ছয়তলা থেকে লাফ দিয়ে প্রাণ হারিয়েছেন। কী কারণে এ আগুন বা কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা এখনো নিরূপণ করা যায়নি। এ বিষয়ে জেলা প্রশাসক একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন।

শায়েস্তাগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার দাশ প্রথম আলোকে বলেন, নিহত নারী শ্রমিক অগ্নিকাণ্ডের সময় আতঙ্কিত হয়ে ভবনের ছয়তলা থেকে লাফ দিয়ে প্রাণ হারিয়েছেন। এ ছাড়া ৮ থেকে ১০ জন তাড়াহুড়া করে বের হতে আহত হন। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।