ধর্ষণ
প্রতীকী ছবি

খুলনায় এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ইটভাটায় রান্নার কাজ দেওয়ার কথা বলে তাঁকে কয়রা উপজেলা থেকে খুলনায় আনা হয়। বর্তমানে ওই নারী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন। এ ঘটনায় এখনো মামলা হয়নি।

ওই নারীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন এক ব্যক্তি। তিনি বলেন, ইটভাটায় রান্নার কাজ দেওয়ার কথা বলে গত রোববার দুপুরে ওই নারীকে খুলনায় নিয়ে আসেন এক প্রতিবেশী। রাতে খুলনায় একটি বাড়িতে তাঁকে রাখা হয়। গভীর রাতে সেই প্রতিবেশীসহ চারজন তাঁকে ধর্ষণ করেন। পরে তিনি ওই বাড়ি থেকে পালিয়ে রাস্তায় চলে আসেন। তখন স্থানীয় লোকজন ওই নারীকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ও ওসিসির ফোকাল পারসন অঞ্জন চক্রবর্তী বলেন, ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। আজ মঙ্গলবার আরও কিছু পরীক্ষা করা হবে।

যে এলাকায় এ ঘটনা ঘটেছে, তা খুলনা মহানগর পুলিশের হরিণটানা থানার মধ্যে পড়েছে। ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক গতকাল সোমবার সন্ধ্যার দিকে প্রথম আলোকে বলেন, এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।