‘রাতের অন্ধকারে এমপি হয়েছ, আমরাই তো তৈরি করেছি’

কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী
ছবি: ভিডিও থেকে সংগৃহীত

কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী বলেছেন, ‘রাতের অন্ধকারে তোমরা এমপি হয়েছ, আমরাই তো তৈরি করেছি। অহংকার ভালো না দাদাভাই। তোমরা এমপি হয়েছ, মুরব্বিদের সম্মান করে চলো। তা না হলে সমস্যা হবে। তখন কিছু বলতে পারবা না। সংগঠন আমরাই তো করেছি, তোমরা করো নাই।’

শুক্রবার বিকেলে কুষ্টিয়ার কুমারখালীতে আয়োজিত এক শান্তি সমাবেশে আসগর আলী এসব কথা বলেন। সমাবেশে উপস্থিত নেতা–কর্মীরা বলছেন, আসগর আলী মূলত কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য সেলিম আলতাফের উদ্দেশে কথাগুলো বলেছেন। কারণ, আগের দিন বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়ার খোকসায় শান্তি ও উন্নয়ন সমাবেশে আসগর আলীসহ চার নেতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন সংসদ সদস্য সেলিম আলতাফ। এর জেরেই শুক্রবার সমাবেশে আসগর আলী পাল্টা এ বক্তব্য দিলেন।

কুমারখালী উপজেলার যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয় মাঠে শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান। সেখানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন সহসভাপতি জাহিদ হোসেন জাফর, কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান খান প্রমুখ। আসগর আলী শান্তি সমাবেশে প্রধান বক্তা ছিলেন।

শান্তি সমাবেশে আসগর আলী বলেন, ‘আমাদের সুযোগ হয়েছে বঙ্গবন্ধুর কাছে যাওয়ার। ৭ মার্চের ভাষণ শুনেছি। দেশের জন্য যুদ্ধ করেছি। আজকে কিবরিয়া ভাইয়ের (সংসদ সদস্য সেলিমের দাদা গোলাম কিবরিয়া) পরিবারের যারা এমপি হচ্ছে, তোমাদের প্রতি অনুরোধ, যাদের বিরুদ্ধে তোমরা সমালোচনা করেছ, তাদের বিরুদ্ধে সমালোচনা করার এখতিয়ার কি তোমাদের আছে?’

সমাবেশে সংসদ সদস্য সেলিম আলতাফের নাম উল্লেখ না করে আসগর আলী বলেন, ‘তোমরা এমপি হয়ে ওপরের দিকে তাকাও, নিচের দিকে তাকানোর সুযোগ নাই। আমরা আওয়ামী লীগ করি, আওয়ামী মানে জনগণ, জনগণের দল করি। আর তোমরা চেষ্টা করছ আমি লীগ করার। শেখ হাসিনার নাম নষ্ট করতে দেওয়া হবে না।’

যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য সংসদ সদস্য সেলিম আলতাফের উদ্দেশে আসগর আলী আরও বলেন, ‘আওয়ামী লীগের সভাপতি–সাধারণ সম্পাদককে বাদ দিয়ে যুবলীগের সমাবেশ করেছ। তোমাদের সাহস কে দিয়েছে, সভাপতি–সাধারণ সম্পাদককে বাদ দিয়ে সমাবেশ করেছ। একটুও লজ্জা লাগে না। আমরা তাতেও কিছু বলি নাই।’

এর আগে বৃহস্পতিবার বিকেল চারটায় খোকসা বাসস্ট্যান্ডে আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে সংসদ সদস্য সেলিম আলতাফ বলেছিলেন, ‘আপনারা বয়স্ক মুরব্বি মানুষ। আমি কোনো আজেবাজে কথা বলতে চাই না। যদি কথা বলেন, সমুচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি।’

আরও পড়ুন