জলাবদ্ধতা নিরসনে সিলেটে ছড়া-খাল উদ্ধার অভিযান শুরু

বুধবার সিলেট নগরের সোবহানীঘাট এলাকায় উচ্ছেদ অভিযান চালায় সিটি করপোরেশন। সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে সকালে অভিযান শুরু হয়ছবি: প্রথম আলো

বর্ষা মৌসুমে সিলেট নগরের জলাবদ্ধতা নিরসনে এখন থেকেই ছড়া ও খাল উদ্ধার অভিযানে নেমেছে সিলেট সিটি করপোরেশন। আজ বুধবার সকালে সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে সোবহানীঘাট এলাকায় সবজি বাজারের পাশে গোয়ালিছড়ার ওপর নির্মিত বিভিন্ন অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, গোয়ালিছড়া নগরের প্রাণকেন্দ্র সোবহানীঘাট, চালিবন্দর ও ছড়ারপাড় এলাকা দিয়ে সুরমা নদীতে প্রবেশ করেছে। কিন্তু বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনা নির্মাণ এবং নগরের প্রধান পাইকারি সবজি বাজারের পলিথিন ও ময়লা-আবর্জনা ফেলার কারণে ছড়াটির পানি চলাচল বন্ধ হয়ে গেছে।

সিটি করপোরেশন সূত্র জানায়, নগরের প্রধান একটি সমস্যা জলাবদ্ধতা। সামনের বর্ষা মৌসুমে যাতে জলাবদ্ধতা না হয়, সে জন্য এখন থেকে ছড়া–খাল উদ্ধার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে সিটি করপোরেশন। এরই অংশ হিসেবে আজ সোবহানীঘাট এলাকায় গোয়ালিছড়া উদ্ধারে যায় কর্তৃপক্ষ।

অভিযানের বিষয়ে মেয়র আরিফুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, সোবহানীঘাট এলাকা গোয়ালিছড়ার মূল প্রবেশ পথ। ছড়াটি ওই এলাকা দিয়ে সুরমা নদীতে মিলেছে। সবজি বাজারের ময়লা-আবর্জনা ও অবৈধ দোকানপাট নির্মাণের কারণে ছড়াটির পানি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। পানি চলাচল ব্যাহত হওয়ায় সামান্য বৃষ্টিতেই নগরে জলাবদ্ধতা তৈরি হয়। তাই বর্ষা মৌসুম আসার আগেই ছড়া, খাল পরিষ্কার ও উদ্ধার অভিযান শুরু হয়েছে।

নগরের প্রধান পাইকারি সবজি বাজার সোবহানীঘাট। বাজারের ময়লা-আবর্জনা ছড়ায় ফেলা প্রসঙ্গে মেয়র বলেন, পাইকারি সবজি বাজারটি নগরের প্রাণকেন্দ্রে থাকা উচিত নয়। বাজারটি সোবহানীঘাট থেকে দক্ষিণ সুরমায় সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

অভিযানে সিটি করপোরেশনের কাউন্সিলর (প্যানেল মেয়র) তৌফিক বক্স, আজাদুর রহমান, এস এম শওকত আমিনসহ সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।