যশোরে ভোটকেন্দ্র থেকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে দুজন আটক

গ্রেপ্তার
প্রতীকী ছবি

যশোর সদর উপজেলা নির্বাচনে ফেসবুক লাইভে এসে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার বেলা দেড়টার দিকে সদর উপজেলার হৈবতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে তাঁদের আটক করা হয়।

আটক দুজন হলেন ঝিনাইদহের হামদহ এলাকার মকবুল হোসেনের মেয়ে শারমিন আরা ও যশোর সদর উপজেলার কিসমত নওয়াপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে শামসুর রহমান।

মামলার বিষয়ে জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, আটক দুজন স্থানীয় অনলাইন পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়েছেন। তাঁদের বিরুদ্ধে প্রতারণার মামলা করে আগামীকাল বৃহস্পতিবার আদালতে চালান করা হবে।

ওসি বলেন, সুষ্ঠু নির্বাচনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ করা ও সাধারণ ভোটারদের মধ্যে তাঁরা বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছেন। সদর উপজেলা নির্বাচনে অংশ নেওয়া চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেনের পক্ষে এই দুজন অর্থের বিনিময়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ শুরু করেন। তাঁদের কাছে যশোরে সাংবাদিকতার দায়িত্ব পালনের জন্য নির্বাচন কমিশনের কোনো অনুমতিপত্র ছিল না। তাঁরা একটি গাড়িযোগে সদর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে ঘুরে ফেসবুকে লাইভ করে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছিলেন।