সরাইলে হাসপাতালে বৃদ্ধের লাশ রেখে পালালেন দুই যুবক

লাশপ্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাতপরিচয়ের এক বৃদ্ধের (৬৫) লাশ রেখে পালিয়েছেন দুই যুবক। আজ রোববার বিকেলে এ ঘটনা ঘটে। লাশটি পুলিশের জিম্মায় রয়েছে।

পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আজ বেলা তিনটার দিকে অজ্ঞাতপরিচয় দুই যুবক সিএনজিচালিত একটি অটোরিকশায় করে রক্তাক্ত ওই বৃদ্ধকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন। এরপর তাঁরা কৌশলে সটকে পড়েন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নোমান মিয়া প্রথম আলোকে বলেন, ‘আমাদের এখানে আনার আগেই লোকটার মৃত্যু হয়েছে।’

লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ওই বৃদ্ধের মুখে, মাথায় ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। এসব স্থান থেকে রক্ত বের হয়েছে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কের কোনো স্থানে লোকটি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। যাঁরা বৃদ্ধকে হাসপাতালে নিয়ে রেখে গেছেন, তাঁরা হয়তোবা ওই যানবাহনের লোক হবেন। বৃদ্ধের পায়ে সাদা শার্ট ও লুঙ্গি পরা ছিল। তাঁর গলায় মালা ও পইতা রয়েছে। তিনি সনাতন ধর্মাবলম্বী বলে জানা গেছে।’

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল ইসলাম বলেন, ‘সরাইল উপজেলার ভেতরে আজকে কোনো সড়ক দুর্ঘটনার তথ্য পাওয়া যায়নি। কোথায়, কখন, কোন ঘটনার ভিত্তিতে এমন ঘটনা ঘটেছে, এর কোনো তথ্য পাচ্ছি না। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে ওই বৃদ্ধের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আঙুলের ছাপ নিয়ে ওই লাশের পরিচয় জানার চেষ্টা চলছে। এ ছাড়া মামলার প্রস্তুতি চলছে।’