সাইকেল নিয়ে বিশ্বভ্রমণে বের হওয়া নেপালি যুবক সৈয়দপুরে
সাইকেলে চড়ে বিশ্বভ্রমণে বের হয়েছেন নেপালের তরুণ রোসাল লামিচান। নেপাল থেকে ভারত পাড়ি দিয়ে বাংলাদেশের তেঁতুলিয়া দিয়ে গতকাল মঙ্গলবার দুপুরে তিনি নীলফামারীর সৈয়দপুরে পৌঁছান। সাইকেলে চড়ে বিশ্বভ্রমণের এই কাজ নিতান্ত শখের বশেই করা বলে জানিয়েছেন তিনি।
গতকাল বিকেল চারটার দিকে সৈয়দপুর শহরের মতিমোড় এলাকায় রোসালকে স্বাগত জানান স্থানীয় কয়েকজন তরুণ। রোসালের দাবি, মাত্র আট দিনেই সাইকেল চালিয়ে নেপাল থেকে ভারত হয়ে বাংলাদেশে এসেছেন তিনি। সেখান থেকে রংপুর হয়ে ঢাকার দিকে যাবেন তিনি। এরপর বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে সড়কপথে আবার ভারতের কলকাতার উদ্দেশে যাত্রা শুরু করবেন। ভারতের পর পরিকল্পনামাফিক পাকিস্তান, আফগানিস্তান, ইরান ও মধ্যপ্রাচ্যের পথ পাড়ি দিয়ে ইউরোপে যাবেন তিনি।
ছোটবেলার থেকেই ভ্রমণে আগ্রহী এই তরুণের বসবাস নেপালের রাজধানী কাঠমান্ডুতে। শখের বসেই নিজের সাইকেল নিয়ে বিশ্বভ্রমণে বেরিয়েছেন বলে জানালেন রোসাল।
বিষয়টি নিয়ে কথা হয় ২৮ বছর বয়সী রোহাল লামিচানের সঙ্গে। তিনি বলেন, স্কুলে পড়ার সময় থেকেই তাঁর ইচ্ছে জাগে কোনো এক দিন সাইকেল নিয়ে বিশ্বভ্রমণে বেরিয়ে পড়বেন। এখন সেই ইচ্ছা পূরণের পথেই আছেন তিনি। আর সঙ্গী হিসেবে আছে প্রিয় সাইকেল। এর আগে এই সাইকেলে চড়ে পুরো নেপাল চষে বেরিয়েছেন তিনি।
বাংলাদেশের সবুজের সমারোহ ও নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে মানুষের আতিথেয়তা রোসালকে মুগ্ধ করেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশের স্মৃতি কখনো ভোলার নয়। পথে পথে সবুজ ফসলের মাঠ ও প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি। গ্রামের হাটবাজারগুলোতে অনেকেই আমাকে দেখে আগ্রহ নিয়ে কথা বলেছেন। কেউ ছবি তুলছেন, কেউ আবার চা-বিস্কুট খাওয়ার আমন্ত্রণও জানাচ্ছেন।’