ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে ৩ জন নিহত, আহত ২৫

ফরিদপুরের ভাঙ্গার চুমুরদী বাসস্ট্যান্ড এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে সড়কের ওপর বাস উল্টে তিনজন নিহত হয়েছেনছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস উল্টে ৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তাঁর নাম শফিকুল ইসলাম ওরফে সুরুজ (৪৫)। তিনি পাবনার সাঁথিয়া উপজেলার প্রাণদুরিয়া গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে। নিহত বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের প্রথমে ভাঙ্গা এবং পরে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তরুণ কুমার পাল বলেন, রাতে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে দুজনকে মৃত ঘোষণা করা হয়।

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের অধ্যাপক রতন কুমার সাহা বলেন, ভাঙ্গার সড়ক দুর্ঘটনায় আহত ১৪ জনকে এ হাসপাতালে আনা হয়। এর মধ্যে একজন মারা গেছেন। এ ছাড়া গুরুতর আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থনান্তর করা হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে বরগুনা থেকে ইমরান ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল। বাসটিতে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন। রাত সোয়া দুইটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গার চুমুরদী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে চালকের অসাবধানতার কারণে বাসটি সড়কের ওপর উল্টে যায়। এ সময় দুর্ঘটনাস্থলেই দুই ব্যক্তি নিহত হন।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহেল বাকী বলেন, ‘রাতে আমরা মহাসড়কে টহল গাড়ি নিয়ে ডিউটি করছিলাম। রাত সোয়া দুইটার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন পেয়ে দুর্ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করি।’ তিনি আরও বলেন, ‘এ ঘটনায় থানায় বাস জব্দ আছে। নিহত এক ব্যক্তির বাড়িতে খবর দেওয়া হয়েছে। যাঁদের পরিচয় পাওয়া যায়নি, তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’