আখাউড়া দিয়ে যাওয়া ১৪ কোটি টাকার হেরোইন আগরতলায় জব্দ, গ্রেপ্তার ১

গ্রেপ্তার
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে যাওয়া এক ভারতীয় নাগরিকের কাছ থেকে ২ কেজি ২৩ গ্রাম হেরোইন উদ্ধার করেছে ভারতের আগরতলা কাস্টমস কর্তৃপক্ষ। ভারতীয় ওই নাগরিককে গ্রেপ্তার করেছে সেখানকার কর্তৃপক্ষ। জব্দ করা হেরোইনের বাজারমূল্য ১৪ কোটি ১৬ লাখ টাকা।

ভারতের আগরতলা ল্যান্ড কাস্টমস স্টেশনের সহকারী কমিশনার অভ্যুদয় গুহের একটি বিজ্ঞপ্তি থেকে হেরোইন জব্দ করার বিষয়টি জানা গেছে।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানা যায়, হেরোইনসহ গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তি হলেন ভারতের মিজোরাম রাজ্যের সারচিপ জেলার বাসিন্দা থমাস। তিনি দোহা থেকে বিমানে ঢাকায় আসেন। সেখান থেকে আখাউড়া সীমান্ত দিয়ে গত শুক্রবার ভারতের আগরতলায় যান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই ব্যক্তি কালো রঙের একটি স্যুটকেস বহন করে আখাউড়া সীমান্ত দিয়ে আগরতলায় যান। কালো রঙের স্যুটকেসের ভেতরে এক্স–রে রোধক কাগজের বোর্ড দিয়ে মুড়িয়ে দুটি প্যাকেটে হেরোইন বহন করেন ওই যাত্রী। এটি এক্স–রে মেশিনেও ধরা পড়েনি। তবে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওই যাত্রীর স্যুটকেস তল্লাশি চালায় আগরতলা কাস্টমস কর্তৃপক্ষ। স্যুটকেসের ভেতর থেকে দুটি প্যাকেটে সাদা হেরোইনের পাউডার উদ্ধার করা হয়। গতকাল শনিবার ভারতীয় ওই নাগরিককে সেখানকার বিচার বিভাগীয় হেফাজতে হস্তান্তর করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ৭ মে আখাউড়া স্থলবন্দরে শুল্ক স্টেশনে (কাস্টমস) স্থাপিত ব্যাগেজ স্ক্যানার বা ব্যাগের মালপত্র পরীক্ষা-নিরীক্ষা যন্ত্রের উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। তবে আখাউড়া স্থলবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে অত্যাধুনিক যন্ত্র থাকলেও আনার পর এক মাসেও তারা সেটি ব্যবহার করেনি।

স্থানীয় লোকজন অভিযোগ করে বলেন, কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা করেই একটি চক্র ভারতের আগরতলা থেকে নিয়মিত মুঠোফোন, পোশাকসহ নানা সামগ্রী বাংলাদেশে আনছে। স্থানীয় ব্যবসায়ী ও প্রভাবশালী মহলও এর সঙ্গে জড়িত।

দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একাধিকবার চেষ্টা করেও মুঠোফোন বন্ধ থাকায় আখাউড়া শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা হাবিবুল্লাহ খানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।