বাড়িতে ফেরার পথে মৎস্য ব্যবসায়ীকে গুলি করে টাকা লুটের অভিযোগ

চট্টগ্রাম জেলার মানচিত্র
প্রতীকী ছবি

চট্টগ্রামের মিরসরাইয়ে শেখ ফরিদ নামের এক মৎস্য ব্যবসায়ীকে গুলি করে দুর্বৃত্তরা ৯ লাখ ৭০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শেখ ফরিদ উপজেলার ওচমানপুর ইউনিয়নের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় পাতাকোট নতুন কলঘর এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার শিকার শেখ ফরিদের ছোট ভাই রবিউল হোসেন জানান, গতকাল রাতে আজমপুর বাজারের নিজ কার্যালয় থেকে টাকা নিয়ে মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন শেখ ফরিদ। পথে পাতাকোট নতুন কলঘর এলাকায় আগে থেকে অবস্থান নেওয়া দুই দুর্বৃত্ত গুলি করে তাঁকে মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে টাকা ছিনিয়ে নিয়ে মুহুরি প্রকল্প এলাকার দিকে পালিয়ে যায়। এতে শেখ ফরিদের কোমরের ওপরে পেটের ডান পাশে গুলি লাগে। ঘটনার পর তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

হাসপাতালে নেওয়ার পর রাতে শেখ ফরিদকে চিকিৎসা দেন মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎক রাজু সিংহ। তিনি বলেন, গতকাল রাত দেড়টা থেকে দুইটার মধ্যে শেখ ফরিদকে হাসপাতালে আনা হয়। তাঁর কোমরের একটু ওপরে পেটের ডান পাশে সামান্য কাটার মতো ছিল। গুরতর কিছু না হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি আমরা। তবে আশপাশের লোকজন কেউ গুলির আওয়াজ শোনেননি বলে জানান। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তবে বিষয়টি আমরা তদন্ত করছি।’