ধামরাইয়ে বিএনপির মিছিল ও প্রচারপত্র বিলিতে পুলিশের বাধা, গাড়ি ভাঙচুর

পুলিশের গাড়ি ভাঙচুর করার সময়ের দৃশ্য। বৃহস্পতিবার সকালে ঢাকার ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ড বাজারসংলগ্ন এলাকায়ছবি: ভিডিও থেকে নেওয়া

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে ঢাকার ধামরাইয়ে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল ও প্রচারপত্র বিলি কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এতে নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে ইটপাটকেল ছোড়েন এবং লাঠিসোঁটা দিয়ে পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ড বাজারসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।

আহত পুলিশ সদস্য হলেন আবদুস ছোবাহান। তিনি ধামরাই থানার সহকারী উপপরিদর্শক (এএসআই)। তাঁকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে প্রাথমিকভাবে আটক তিনজনের নাম জানায়নি পুলিশ।

পুলিশের দাবি, কালামপুর বাজার বাসস্ট্যান্ড এলাকায় দায়িত্ব পালন করছিল ধামরাই থানা-পুলিশের একটি দল। বিএনপির নেতা-কর্মীরা মিছিল নিয়ে যাওয়ার সময় কোনো কারণ ছাড়াই পুলিশের পিকআপ ভ্যান লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন এবং লাঠিসোঁটা দিয়ে ভাঙচুর করেন।

বিএনপির নেতা-কর্মীরা বলেন, জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে জনমত তৈরির লক্ষ্যে আজ সকালে কালামপুর আমাতন নেসা বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে জড়ো হন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। তাঁরা সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে পাঁচ শতাধিক নেতা-কর্মী অংশ নেন। মিছিলে নির্বাচন বর্জন, সরকারের বিভিন্ন কাজে অসহযোগিতা করার আহ্বান জানিয়ে স্লোগান দেন তাঁরা। উপজেলা বিএনপির ৩০-৪০ জন নেতা-কর্মী একই লক্ষ্যে কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় লিফলেট বিতরণ করেন। ধামরাই থানার পুলিশ তাঁদের বাধা দেয়। কয়েকজনকে আটক করে পুলিশ। এতে তাঁরা ক্ষুব্ধ হয়েছেন।

ধামরাই পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান বলেন, ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিনের নেতৃত্বে কালামপুর বাজারে লিফলেট বিতরণ করলে পুলিশ আমাদের বাধা দেয়। এতে নেতা-কর্মীরা ক্ষুব্ধ হন।

ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস বলেন, অবৈধ বর্তমান সরকার একই পণ্য নিয়ে নির্বাচনের দোকান খুলেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে ‘ডামি’ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সম্পর্কে সবাইকে অবহিত এবং সম্পৃক্ত করতে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছেন তাঁরা। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তিপূর্ণভাবেই কয়েক মাস ধরে ধামরাইয়ে কর্মসূচি পালন করা হচ্ছে। আজ তাঁদের কর্মসূচিতে পুলিশ বাধা দেয় এবং বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। এতে তাঁরা ক্ষুব্ধ হয়েছেন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিএনপির একটি মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীরা পুলিশের গাড়িতে ইটপাটকেল ছুড়ে গাড়ির কাচ ভাঙচুর করেছেন। এ সময় ইটপাটকেলের আঘাতে একজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়।