টাঙ্গাইলে ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হওয়ায় তিন নেতাকে বহিষ্কার

বাংলাদেশ আওয়ামী লীগ

দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলা আওয়ামী লীগের দুই নেতা ও যুবলীগের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ও সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে গতকাল মঙ্গলবার রাতে তাঁদের বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বহিষ্কৃত তিন নেতা হলেন কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সোহরাব আলী, পারখি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. লিয়াকত আলী তালুকদার ও কালিহাতী উপজেলা যুবলীগের সহসভাপতি মো. সেলিম সিকদার।

লিয়াকত আলী তালুকদার দলীয় মনোনয়ন না পেয়ে পারখি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। বীরবাসিন্দা ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হয়েছেন সোহরাব আলী ও সেলিম সিকদার।

কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা বলেন, বীরবাসিন্দা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল খালেক। পারখি ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আজিজুর রহমান। দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাঁদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।

১৭ জুলাই পারখি ও বীরবাসিন্দা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।